হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, নিম্নোক্ত হাদিসটি "তাহযীব আল-আহকাম" বই থেকে উদ্ধৃত করা হয়েছে।
হাদীসটি নিম্নরূপ:
ইমাম সাদিক (আঃ) বলেছেন:
مَنْ زَارَهُ كَانَ اللَّهُ لَهُ مِنْ وَرَاءِ حَوَائِجِهِ وَ كَفَى مَا أَهَمَّهُ مِنْ أَمْرِ دُنْيَاهُ وَ إِنَّهُ يَجْلِبُ الرِّزْقَ عَلَى الْعَبْدِ وَ يُخْلِفُ عَلَيْهِ مَا يُنْفِقُ
যে ব্যক্তি ইমাম হুসাইন (আঃ)-এর জিয়ারতে যায়, আল্লাহতায়ালা তার প্রয়োজন পূরণ করেন এবং দুনিয়াতে যা তার জন্য গুরুত্বপূর্ণ তা প্রদান করেন এবং বান্দার রিযিক বৃদ্ধি করেন আর জিয়ারত (ইমাম হোসাইন (আঃ) এর জন্য যা কিছু ব্যয় করে ইমাম তা ফেরত দিয়ে দেন।
(তাহযীব আল-আহকাম, খন্ড ৬ পৃ. ৪৫)