হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, আফগানিস্তানের শাফাকানা বার্তা সংস্থার প্রতিবেদন অনুযায়ী, আফগানিস্তানের রাজধানী কাবুলের পশ্চিমাঞ্চলীয় এলাকা দাশত বারচিতে হাজারা শিয়া মুসলমানদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের দাবিতে এদেশের নারী ও শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন এবং বিচার দাবি করেন।
এই রিপোর্ট অনুযায়ী, তালেবান বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ করে এবং গুলি চালায়।
এদিকে সামাজিক স্বাধীনতা সমর্থক সংগঠনগুলো গতকাল এক বিবৃতিতে এ ধরনের ঘটনা রোধে জাতিসংঘের কাছে তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছে।
উল্লেখ্য, শুক্রবার সকালে কাবুলের কাজ শিক্ষা কেন্দ্রে আত্মঘাতী হামলায় ৩৫ জন শহীদ ও ৪০ জন আহত হয়েছেন।
গত কয়েক মাস ধরে আফগানিস্তানে, বিশেষ করে কাবুলে সন্ত্রাসী হামলা বেড়েই চলেছে এবং নিরাপত্তা বজায় রাখার সব দাবি সত্ত্বেও তালেবান প্রশাসন এই ধরনের হামলা বন্ধ করতে পারেনি।
আইএসআইএস সন্ত্রাসী গোষ্ঠী কাবুলে বেশিরভাগ সন্ত্রাসী হামলার দায় স্বীকার করেছে।