মুহাম্মদ মুনীর হুসাইন খান
হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, ব্রিটিশ শাসকরা সমগ্র উপমহাদেশসহ (ভারত, পাকিস্তান ও বাংলাদেশ) ও বিশ্বের অনেক দেশের ঔপনিবেশিক শাসক ছিলেন। তারা তাদের শাসিত অঞ্চলে ব্যাপক সম্পদ লুঠ করেছিলেন। তাদের অত্যাচার, নিপীড়ন ও শোষণে এসব দেশের কোটি কোটি মানুষ মারা যায়। এ কারণে সাবেক বৃটিশ উপনিবেশের অন্তর্ভুক্ত অনেক দেশের নাগরিকরা তীব্র ব্রিটিশবিরোধী মনোভাব পোষণ করে থাকে।
অক্সফোর্ড ইউনিয়নে ভারতের সাবেক মন্ত্রী শশী থারুর বলেন, বৃটিশঔপনিবেশিক শাসনের ফলে ভারতের যে আর্থিক ক্ষতি হয়েছে, এ জন্য যুক্তরাজ্যের উচিত ক্ষমা প্রার্থনা করা এবং এখন সেই ক্ষতিপূরণ দেওয়া। সূত্র : বিবিসি
ভারতের সাবেক মন্ত্রী শশী থারুর ঔপনিবেশিক শাসন আমলে ধনসম্পদ লুটপাটের জন্য ব্রিটেনের ক্ষমা প্রার্থনা করার পাশাপাশি ক্ষতি পূরণ দেওয়ারও দাবি করেছেন।
বাংলাদেশ, ভারত , পাকিস্তান, নেপাল , শ্রীলঙ্কার সরকার গুলো এ ধরনের দাবি ব্রিটেনের কাছে কেন করছে না ? ব্রিটেন চার পয়সা এ দেশগুলোকে ডোনেট করে দেখায় যে ব্রিটেন হচ্ছে ধনী দাতা দেশ এবং এ সব দেশ ফকীর দান গ্রহীতা দেশ !! অথচ এ সব দেশের কোটি কোটি জনগণকে অত্যাচার , উৎপীড়ন , নির্যাতন ও শোষণ চালিয়ে হত্যা করেছে এবং এ দেশগুলোর ট্রিলিয়ন ট্রিলিয়ন পাউণ্ড
টাকাপয়সা ও ধন সম্পদ ব্রিটেন লুটপাট করে নিয়ে গিয়ে শিল্প বিপ্লব ঘটিয়েছে এবং নিজেদের ব্যবসায় বাণিজ্যে বিনিয়োগ করে বিশ্বের ষষ্ঠ অর্থনীতিতে পরিণত হয়েছে। ব্রিটেনের এ অনুদান ও দান খয়রাত ( ডোনেশন ) আসলে গরু মেরে জুতা দানের মতো।
ব্রিটেন কেবল ভারত থেকেই ৪৬ ট্রিলিয়ন পাউণ্ড সম্পদ ১৯০ বছরে লুটপাট করে নিয়ে গেছে বলে ভারতের জনৈক অর্থনীতি বিদ বলেছেন । সবাইকে এক সাথে দাবি জানাতে হবে । কিন্তু সরকার গুলো এ ধরণের কোনো কাজ করে নি বা করছে না । এ সব দেশের উচিত ব্রিটেনের গলা থেকে এ সব সম্পদ টেনে বের করা । কিসের দাতা ও গ্রহীতার সম্পর্ক ? এ সব দেশের সম্পদ লুটপাট করে আবার উচ্ছিষ্ট কিছু ছাইপাশ দিয়ে এ সব দেশের কাছে ব্রিটেন নিজেকে দাতা হাতেম তাই ( দাতা দেশ ) বলে জাহির করে এবং এ সব দেশের সরকার সমূহের কর্তা ব্যক্তিরা এবং ব্রিটেনের ধামাধরা গবেট বুদ্ধিজীবীরা ( পরজীবী বুদ্ধুজীবী বলাই শ্রেয় ) বলে : ব্রিটেন কত বড় দাতা দেশ !! ব্রিটেনের সাহায্য, ডোনেশন ও অনুদান ছাড়া নাকি আমরা বাঁচব না বা চলতে পারব না !! এ ধরণের বহু হাবিজাবি কথাবার্তা এ সব দালাল বলে থাকে ।
এখন সময় এসেছে ব্রিটেনের গলার ভিতর থেকে লুণ্ঠিত এ সব সম্পদ কড়ায় গণ্ডায় সুদে আসলে টেনে বের করার ।