হুজ্জাতুল ইসলাম মাওলানা মাসুম আলী গাজী নাজাফী
قَالَ الصَّادِقُ عَلَیْهِ السَّلاٰم : کُلُّ الْجَزَعِ وَالْبُکَاءِ مَکْرُوْہ سِوَی الْجَزَعُ وَالْبُکَاءُ عَلَی الْحسینؑ
ইমাম জাফর সাদিক্ব (আঃ) বলেছেন : "নিপীড়িত ইমাম হোসায়েন (আঃ) ব্যতীত অন্য কারো জন্য ক্রন্দন করা মাকরূহ।"
অর্থাৎ দুনিয়ার কোন কিছুর জন্য অথবা প্রিয়জনের মৃত্যুর ফলে তাদের জন্য দীর্ঘশ্বাস ও ক্রন্দন করা মাকরূহ। কেবল ইমাম হোসায়েন (আঃ)-এর শোক এমনই এক শোক, যার উপর অশ্রু প্রবাহিত করলে বিশেষ সওয়াব পাওয়া যায়। প্রকৃতপক্ষে ইমাম হোসায়েন (আঃ)-এর শোক হল নবীগণের শোক।