۱۴ اردیبهشت ۱۴۰۳ |۲۴ شوال ۱۴۴۵ | May 3, 2024
মাওলানা মাসুম আলী গাজী নাজাফী
মাওলানা মাসুম আলী গাজী নাজাফী

হাওজা / নবী করিম (সাঃ) নিজেই যায়েদ ইবনে হারিস ও জাফর ইবনে আবি তালিবের জন্য কেঁদেছিলেন।

হুজ্জাতুল ইসলাম মাওলানা মাসুম আলী গাজী নাজাফী

قَالَ الصَّادِقُ عَلَیْهِ السَّلاٰم : إِنَّ النَّبِیَّ لَمَّا جَائَتْهُ وَفَاةُ جَعْفَرِ بْنِ اَبِیْ طَالِبٍ وَزَیْدِ بْنِ حَارِثَة کَانَ اِذَا دَخَلَ بَیْتَهُ کَثُرَ بُکَائُهُ عَلَیْھِمَا جَدّاً وَیَقُوْلُ : کَانَا یُحَدِّثَانِیْ وَیُوْانِسَانِیْ فَذَھَبَا جَمِیْعاً

ইমাম জাফর সাদিক্ব (আঃ) বলেছেন : "যখন জাফর ইবনে আবু তালিব এবং যায়েদ ইবনে হারিস এর শাহাদাতের খবর আল্লাহর রাসূলের কর্ণে আসে, তারপর যখন তিনি ঘরে প্রবেশ করলেন, তখন তিনি ক্রন্দন করলেন এবং বললেন : এই দুই শহীদ আমার সাথে কথা বলতেন এবং আমার সাহায্য কারী ছিলেন। কিন্তু তাঁরা পরলোক গমন করলেন।"

ক্রন্দন একটি স্বাভাবগত প্রক্রিয়া। নবী করিম (সাঃ) নিজেই যায়েদ ইবনে হারিস ও জাফর ইবনে আবি তালিবের জন্য কেঁদেছিলেন এবং তাঁদেরকে সুন্দর বাণীর মাধ্যমে স্মরণ করেন।

تبصرہ ارسال

You are replying to: .