হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, ইরানের সংস্কৃতি ও ইসলামিক দিকনির্দেশনা বিষয়ক মন্ত্রী মোহাম্মদ মেহেদি ইসমাইলি ইসলামিক সহযোগিতা সংস্থার তথ্যমন্ত্রীদের ১২তম বৈঠকে যোগ দিতে তুরস্ক সফরে রয়েছেন।
এই বৈঠকের ফাঁকে তিনি ইরানের সাংস্কৃতিক, শৈল্পিক ও বৈজ্ঞানিক সক্ষমতার কথা উল্লেখ করে ইসলামিক সহযোগিতা সংস্থার যুব ফোরামের প্রধান তাহা এহানের সাথে দেখা করেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং ইসলামী সহযোগিতা সংস্থার যুব ফোরামের মধ্যে বৈজ্ঞানিক, সাংস্কৃতিক ও শৈল্পিক ক্ষেত্রে সহযোগিতার সম্প্রসারণ হওয়া উচিত।
ইসমাইলি, ইসফাহান শহরের ঐতিহাসিক অবস্থার দিকে ইঙ্গিত করে, এই শহরটিকে ২০২৩ সালে ইসলামী দেশগুলির যুবদের রাজধানী করার জন্য অনুরোধ করেছিলেন এবং ইরানে ইসলামী দেশগুলির যুব রাষ্ট্রদূতদের সচিবালয় প্রতিষ্ঠার জন্য প্রস্তুত ঘোষণা করেছিলেন।
এই বৈঠকে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের ইয়ুথ ফোরামের প্রধান তাহা এহান ফোরামের কার্যক্রমের ওপর একটি প্রতিবেদন পেশ করেন এবং ইরানে ইসলামী দেশগুলোর যুবদের সম্মেলন আয়োজনকে স্বাগত জানান।
২১ ও ২২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুল শহরে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের সদস্য দেশগুলোর তথ্যমন্ত্রীদের দ্বাদশ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।