হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, নিম্নোক্ত হাদিসটি ‘মহাসিন’ গ্রন্থ থেকে উদ্ধৃত করা হয়েছে।
হাদিসটি নিম্নরূপ:
قَالَ لَهُ رَجُلٌ إِنِّي ضَعِيفُ الْعَمَلِ قَلِيلُ الصَّلَاةِ قَلِيلُ الصَّوْمِ وَ لَكِنْ أَرْجُو أَنْ لَا آكُلَ إِلَّا حَلَالًا وَ لَا أَنْكَحَ إِلَّا حَلَالًا فَقَالَ وَ أَيُّ جِهَادٍ أَفْضَلُ مِنْ عِفَّةِ بَطْنٍ وَ فَرْجٍ
ইমাম মুহাম্মদ বাকির (আ.)-এর খেদমতে এক ব্যক্তি বললেন, আমি আমল করতে অক্ষম। আমি নামাজ ও রোজা কম রাখি, কিন্তু আমি হালাল খাবার খাওয়ার চেষ্টা করি এবং হালাল ছাড়া অন্য কাউকে বিয়ে করবো না। তখন ইমাম (সাঃ) উত্তর দিলেন, পেট ও গোপনাঙ্গ পরিষ্কার রাখার চেয়ে উত্তম জিহাদ আর কি হতে পারে?
(মহাসিন, পৃ. ২৯২, হা. ৪৪৮)