۳ آذر ۱۴۰۳ |۲۱ جمادی‌الاول ۱۴۴۶ | Nov 23, 2024
মুর্সিদাবাদে পালিত হলো অনিভব অনুষ্টান
মুর্সিদাবাদে পালিত হলো অভিনব অনুষ্ঠান

হাওজা / পশ্চিমবাংলার মুর্সিদাবাদ জেলার হাজারদুয়ারী' সংলগ্ন কোঠি ইমামবাড়ীতে অনুষ্ঠিত হলো 'আহলে বাইত সম্মেলন' ৷

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, পশ্চিমবাংলার মুর্সিদাবাদ জেলার হাজারদুয়ারী' সংলগ্ন কোঠি ইমামবাড়ীতে অনুষ্ঠিত হলো 'আহলে বাইত সম্মেলন' ৷

উপস্থিত ছিলেন মুর্সিদাবাদের বিভিন্ন এলাকা থেকে আগত মুস্তাবসিরিন উৎসাহী নারী-পুরুষ ৷

এছাড়া হাওড়া, মেদিনীপুর, কলকাতা, নদিয়া, এবং ২৪ পরগণা জেলার মানুষ আগ্রহ সহকারে এসেছিলেন এই অভিনব অনুষ্ঠানে ৷

আমন্ত্রণ হয়ে আসেন রেড়িও তেহরানের বাংলা বিভাগের দায়িত্বশীল ভাই সেখ নাজিম সাহেব ও নিজাম সাহেব, তারা দুজনে রেড়িও তেহরানের পক্ষ্য হতে কিছু অথিতিগণদের হাতে উপহার তুলে দেন ৷

আলোচক হিসাবে উপস্থিত ছিলেন কুমারপুর জামা মসজিদের ইমাম হুজ্জাতুল ইসলাম মওলানা মুনির আব্বাস নাজাফি, সত্যের পথে পত্রিকার সম্পাদক মুস্তাক আহমদ, চক বাজার জামা মসজিদের ইমাম সৈয়দ এহসান নাকভী সাহেব, আর সঙ্গে ছিলেন বক্তা মওলানা হুসাইন খূরসিদ আবদী সাহেব ৷

প্রায় ৩০/৩৫ জন নারী পুরুষ নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানটি আগত মানুষকে অনুপ্রানিত করেছে বলে আমাদের অবগত করেন উপস্থিত প্রতিনিধি ৷

আহলে বাইতের ফজিলত ও দ্বীন দুনিয়ার মুক্তি পথ হিসাবে মানবজাতির আর্থ সামাজিক ও রাজনৈতিক বিশ্ব ব্যবস্থার নিরিখে আহলে বাইতের প্রয়োজনীতা কতটুকু তুলে ধরা হয় এদিন ৷

পশ্চিমবাংলা বিভিন্ন জেলার বাংলাভাষী মানুষের মননশীলতার দরবারে এ রকম অনুষ্ঠানের প্রয়োজনতা নিয়ে আগামীতে এ রকম আরো অনুষ্ঠান করার উৎসাহ মাথায় রেখে ....দোয়া খায়েরের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন করা হয় ৷

تبصرہ ارسال

You are replying to: .