হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, ইসলামী বিপ্লবী নেতা হযরত আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনায়ী আজ শনিবার গণস্বেচ্ছাসেবক বাহিনী বাসিজের মহান সমাবেশে তাঁর ভাষণে বাসিজকে অভিনন্দন জানিয়ে বলেন: ইসলামি বিপ্লবের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনীর অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন হল বাসিজ গণ স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করা।
তিনি বলেন: হযরত ইমাম খোমেনী (রহ.) তেহরানে আমেরিকান গুপ্তচর ঘাঁটি দখলের ২০ দিন পর বাসিজ গঠনের ঘোষণা দেন।এবং সেই সময় থেকে বাসিজরা সামরিক এবং অন্যান্য ক্ষেত্রে দুর্দান্ত সাফল্য অর্জন করে।
ইসলামী বিপ্লবী নেতা বলেন: দেশের পরিস্থিতির অবনতি ঘটানোর জন্য বিদেশী এজেন্ট ও অপশক্তির ষড়যন্ত্র নস্যাৎ করতে বাসিজীরা অগ্রণী ভূমিকা পালন করেছে।
আর নিজের জীবনের পরোয়া না করে জনগণের জানমাল রক্ষায় নিজের জীবন বাজি রেখে শত্রুদের ষড়যন্ত্র নস্যাৎ করেছে।
ইসলামী বিপ্লবী নেতার বিস্তারিত বক্তব্য একটু পরে দেওয়া হবে….
উল্লেখ্য, ইসলামী প্রজাতন্ত্র ইরানে আজ শনিবার থেকে 'বাসিজ সপ্তাহ' শুরু হয়েছে।
ইসলামী বিপ্লবের প্রতিষ্ঠাতা, হযরত ইমাম খোমেনী (রহ.) ২৬ নভেম্বর বাসিজ গণ স্বেচ্ছাসেবক বাহিনী গঠনের নির্দেশনা জারি করেছিলেন।
নিঃসন্দেহে, বিপ্লবী উদ্যোগের অগ্রগতির অন্যতম কারণ হল বাসিজ মুস্তাজয়েফীন বা গণ স্বেচ্ছাসেবক বাহিনী বাসিজ।