۳ آذر ۱۴۰۳ |۲۱ جمادی‌الاول ۱۴۴۶ | Nov 23, 2024
অবশেষে লজ্জিত হলেন ইউরোপীয় দেশের পররাষ্ট্র মন্ত্রীরা
অনেকেই নিজের দোষ দেখে না অথচ অন্যের দোষ ঠিকই খুঁজে বেড়ায় !

হাওজা / জার্মানি , কানাডা , বেলজিয়াম, সুইডেন , স্পেন , ফ্রান্স ও চিলির পররাষ্ট্র মন্ত্রীরা সম্পূর্ণ নির্লজ্জ হয়ে ইরানী নারীদের স্বাধীনতা ও নিরাপত্তা প্রদান , তাদের প্রতি সহিংসতার অবসান ও বৈষম্য দূরীকরণ এবং তাদের ন্যায্য অধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন!!!

মুহাম্মদ মুনীর হুসাইন খান

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, জার্মানি , কানাডা , বেলজিয়াম, সুইডেন , স্পেন , ফ্রান্স ও চিলির পররাষ্ট্র মন্ত্রীরা সম্পূর্ণ নির্লজ্জ হয়ে ইরানী নারীদের স্বাধীনতা ও নিরাপত্তা প্রদান , তাদের প্রতি সহিংসতার অবসান ও বৈষম্য দূরীকরণ এবং তাদের ন্যায্য অধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন!!!

তীব্র কটাক্ষ ও ব্যঙ্গ বিদ্রুপকারীরা আমাদের প্রতি কটাক্ষ ও ব্যঙ্গ বিদ্রুপ করে । তবে তারা

তাদের নিজ নিজ দেশের রাজপথ সমূহের দিকে দৃষ্টি দিক তাহলে তারা ঠিকই বুঝতে পারবে যে কুঁজ বিশিষ্ট লোকেরা নিজেদের কুঁজ দেখতে পায় না । (অনেকেই নিজের দোষ দেখে না অথচ অন্যের দোষ ঠিকই খুঁজে বেড়ায় ! )

এই দেশগুলোর রাস্তাঘাটে পুলিশ নারীদেরকে নির্যাতন ও মারধর করে ; অথচ সে ব্যাপারে কেউ টু শব্দটি পর্যন্ত করে না , প্রতিবাদ করে না এবং কোনো কথাও বলে না ও প্রতিবাদ করে না ।

কিন্তু ইরানে কথিত নারী নির্যাতন ও অধিকার পদদলিত করার মিথ্যা কাল্পনিক অলীক কাহিনী ও খবর প্রচার করছে পশ্চিমা ও বিদেশী সংবাদ মাধ্যম সমূহ এবং তাদের সাথে ইরান বিরোধী এই প্রচারণা ও ক্যাম্পেইনে নেমেছে নির্লজ্জ ভাবে উল্লেখিত ঐ কয়েকটি নারী নির্যাতক ইউরোপীয় দেশের ( জার্মানি , কানাডা , বেলজিয়াম, সুইডেন , স্পেন , ফ্রান্স ও চিলি ) পররাষ্ট্র মন্ত্রীরা ! এদের কোনো লজ্জা শরমের বালাই নেই।

প্রতিটি দেশের পররাষ্ট্র মন্ত্রীর ইরান বিরোধী বক্তব্য দেওয়ার পাশাপাশি সেই দেশের পুলিশ কর্তৃক নারী নির্যাতনের ভিডিও ফুটেজও দেখানো হয়েছে।

تبصرہ ارسال

You are replying to: .