۲۹ اردیبهشت ۱۴۰۳ |۱۰ ذیقعدهٔ ۱۴۴۵ | May 18, 2024
মুহাম্মদ মুনীর হুসাইন খান
মুহাম্মদ মুনীর হুসাইন খান

হাওজা / ইসলাম ও আহলুল বাইতের (আ) ফিকহ শাস্ত্রের সাথে আধুনিক পশ্চিমা রাসায়নিক চিকিৎসা বিজ্ঞানের ভিন্নতা ও পার্থক্য।

অনুবাদ: মুহাম্মদ মুনীর হুসাইন খান

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, ইসলাম ও আহলুল বাইতের (আ) ফিকহ শাস্ত্রের সাথে আধুনিক পশ্চিমা রাসায়নিক চিকিৎসা বিজ্ঞানের ভিন্নতা ও পার্থক্য :

১. পশ্চিমা রাসায়নিক চিকিৎসা বিজ্ঞান :

ভোরের বেলা এবং তৃষ্ণা পাওয়ার আগেই বেশি বেশি পানি পান করবেন !

ইমাম খোমেইনীর তৌযীহুল মাসায়েল ( মাসালা নং ২৬৩৮ ) : ইচ্ছা ও চাহিদা হলে ( অর্থাৎ তৃষ্ণা পেলেই কেবল ) পানি পান করুন এবং অধিক পানি পান মকরূহ ।

২. পশ্চিমা রাসায়নিক চিকিৎসা বিজ্ঞান :

লবণ হচ্ছে সাদা বিষ এবং নিমকদানি ( লবণের পাত্র) ডাইনিং টেবিল এবং দস্তরখানে রাখবেন না !

ইমাম খোমেইনীর তৌযীহুল মাসায়েল ( মাসালা নং ২৬৩৬ ) : খাবার খাওয়ার শুরু ও শেষে ( প্রাকৃতিক ও সামুদ্রিক) লবণ খাবেন।

৩. পশ্চিমা রাসায়নিক চিকিৎসা শাস্ত্র : শারীরিক স্বাস্থ্যের সুরক্ষা ও সুস্থতার জন্য আপনারা রাতের খাবার ( আশা / শাম عَشَاء / شَامْ ) বাদ দিন ( বর্জন করুন ) । যাতে অন্ত্রের

আলসারে আক্রান্ত না হন সেজন্য কয়েক ঘন্টা অন্তর অন্তর খাবার খান !

ইমাম খোমেইনীর তৌযীহুল মাসায়েল মাসালা নং ২৬৩৬ : (শুধু)

দিনের শুরুতে অর্থাৎ প্রথম ভাগে এবং রাতের প্রথম ভাগে (কেবল) খাবার খাবেন এবং ( এ দুই সময় ব্যতীত ) দিনের বেলা ও রাতের মাঝখানে খাবার ( দুপুরের খাবার ) খাবেন না।

৪. পশ্চিমা রাসায়নিক চিকিৎসা শাস্ত্র :

ফার্মেসীতে দাঁতের যে দাঁতের খিলাল ( টুথ পিক ) পাওয়া যায় কেবল তা দিয়েই দাঁত খিলাল করবেন [ অর্থাৎ এই টুথ পিক বা খিলাল বাঁশ ও প্লাস্টিক বা রাসায়নিক পদার্থ নির্মিত সূতা দিয়ে তৈরি ] ।

ইমাম খোমেইনীর তৌযীহুল মাসায়েল মাসালা নং ২৬৩৬ : খাবার খাওয়ার পর দাঁত খিলাল করা মুস্তাহাব । তবে ডালিমের কাঠ অথবা রাইহানের ( তুলসী ) কাঠ , কঞ্চি বাঁশ ও খেজুর গাছের পাতা দিয়ে ( দাঁত ) খিলাল করা মকরূহ ।

৫. পশ্চিমা রাসায়নিক চিকিৎসা বিজ্ঞান :

যে সব খাবারের ওপর স্বাস্থ্য আপেলের লোগো চিহ্ন রয়েছে কেবল সেগুলো অর্থাৎ কারখানায় ( রাসায়নিক ভাবে ) প্রক্রিয়াজাত কৃত ( ও প্রস্তুত ) এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের লাইসেন্সের লোগো চিহ্ন যুক্ত খাবার খাবেন ( সোসীস , কালবাস, কোমল পানীয় (বেভারেজ) , মল্ট বেভারেজ , পেট্রোলিয়াম থেকে উৎপাদিত কৃত্রিম ভোজ্য তেল, বীট চিনি যা হচ্ছে শ্বেত বিষ ইত্যাদি খাবেন !! ) ।

ইমাম খোমেইনীর তৌযীহুল মাসায়েল মাসালা নং ২৬৩০ :

যে সব জিনিস , বস্তু ও খাদ্য মানুষের জন্য ক্ষতিকর তা খাওয়া হারাম।

৬. পশ্চিমা রাসায়নিক চিকিৎসা বিজ্ঞান:

সব সময় যত সম্ভব বেশি বেশি পানি পান করুন!

ইমাম খোমেইনীর তৌযীহুল মাসায়েল মাসালা নং ২৬৩৯ : বেশি পানি পান এবং তৈলাক্ত বা চর্বিযুক্ত খাবার খাওয়ার পর পানি পান মকরূহ ( সব ধরনের খাবার খাওয়ার পর পানি পান মকরূহ নয় ) ।

হে মুসলমানগণ! ইসলামী জীবন যাপন করুন ।

تبصرہ ارسال

You are replying to: .