সংগ্রহ ও অনুবাদ : মুহাম্মদ মুনীর হুসাইন খান (১লা শাবান ১৪৪৪ হি .)
হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, সোমবার দিবাগত রাত থেকে শাবান মাস শুরু হল । এ মাস দুআ, নফল ইবাদত বন্দেগী , দুরূদ শরীফ পাঠ , ইস্তিগফার , রোযা রাখা ও দান সদকা করার মাস । মহানবীর ( সা ) মাস এ মাস । এ মাস মহানবীর ( সা ) আহলুল বাইতের (আ) কতিপয় মাসূম ইমাম এবং ধর্মীয় ব্যক্তিত্বের জন্ম দিনের মাস । আর শাবান মাসের এ সব জন্মোৎসব আ'ইয়াদ -ই শাবানীয়াহ্ ( শাবান মাসের উৎসব সমূহ ) নামে খ্যাতি লাভ করেছে । ৩ শাবান সাইয়েদুশ শুহাদা ইমাম আবী আব্দিল্লাহ হুসাইনের (আ) শুভ জন্মদিন, ৫ শাবান আহলুল বাইতের (আ) ৫ম মাসূম ইমাম আলী ইবনুল হুসাইন যাইনুল আবেদীনের ( আ ) শুভ জন্মদিন , ৪ শাবান কারবালায় সাক্কায়ে আহলে হারাম এবং ইমাম হুসাইনের (আ) সিপাহ সালার পতাকাবাহী বীর সিংহ আবুল ফাযল আব্বাস ইবনে আলীর ( আ ) শুভ জন্মদিন , ১১ শাবান ইমাম হুসাইনের (আ) জৈষ্ঠ্য পুত্র হযরত আলী আকবরের (আ) শুভ জন্মদিন এবং ১৫ শাবান মানব জাতির ত্রাণকর্তা আহলুল বাইতের (আ) সর্বশেষ অর্থাৎ দ্বাদশ মাসূম ইমাম হযরত হুজ্জত ইবনুল হাসান আল - মাহদী আল - মুন্তাযার সাহিবুয যামানের ( আ ) শুভ জন্মদিন।
শাবান মাসের ১ম রাতের আমল : ' ইকবাল ' নামক দুআ ও আমলের গ্রন্থে এ রাতের ( পহেলা শাবানের রাত ) অনেক নামায বর্ণিত হয়েছে যেগুলার মধ্যে রয়েছে বারো রাকাত নামায যেগুলোর প্রতি রাকাতে সূরা -ই ফাতিহার পর ১১ বার সূরা -ই তওহীদ ( ইখলাস ) পড়তে হবে। পহেলা শাবানের দিবসের আমল : এ দিন রোযা রাখার অনেক ফযীলত আছে এবং ইমাম সাদিক (আ) থেকে বর্ণিত হয়েছে যে যে ব্যক্তি পহেলা শাবানের দিন রোযা রাখবে তার জন্য বেহেশত ওয়াজিব ( অবধারিত ) হয়ে যাবে । অবশ্য সাইয়েদ ইবনে তাঊস রাসূলুল্লাহ (সা) থেকে ঐ ব্যক্তির জন্য নিম্নোক্ত আমলের অনেক সওয়াবের কথাও বর্ণনা করেছেন যে এ মাসের ১ম তিন দিন রোযা রাখবে এবং এ দিবসগুলোর রাতে ২ রাকাত নামায পড়বে এ ভাবে যে প্রতি রাকাতে সে সূরা -ই ফাতিহা ১বার এবং সূরা -ই তওহীদ ১১ বার পড়বে ।
দ্র : মাফাতীহুল জিনান , পৃ ২৮৯