হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, জামিয়াতুল-মুস্তাফা ভাষা ও ইসলামী শিক্ষা কেন্দ্রের প্রধানের সম্মানে আয়োজিত অভিষেক অনুষ্ঠানে ইসলামী ভাষা ও শিক্ষা কেন্দ্রের সাবেক প্রধান হুজ্জাতুল ইসলাম মোহসেনী শিক্ষকদের শিক্ষা ব্যবস্থার স্তম্ভ বলে অভিহিত করেন এবং বলেন: একাডেমিক সেন্টার এবং জামিয়াতুল-মুস্তাফা বিশেষ করে মাদ্রাসা আল-মাহদীর শিক্ষকদের সকল বিশিষ্ট শিক্ষকদের সেবা অত্যন্ত প্রশংসনীয়।
তিনি হজরত ইমাম আলী (আ.)-এর বরকতময় হাদিস উদ্ধৃত করে বলেন, "প্রত্যেক আগমনকারীর একটি বিদায় আছে এবং প্রত্যেক কর্মকর্তাকে একদিন পদচ্যুত হতে হবে"।
হুজ্জাতুল ইসলাম মোহসেনী সারাদেশে ফার্সি ভাষা ও সাহিত্যের শিক্ষাগত সংগ্রহে ইসলামী ভাষা ও শিক্ষা কেন্দ্রের একাডেমিক অবস্থানের দিকে ইঙ্গিত করে বলেন: ভাষা শিক্ষা ও গবেষণা উদ্যোগে আধুনিক ও উন্নত ক্ষমতাকে কাজে লাগানো এই একাডেমিক সংগ্রহের বৈশিষ্ট্য।
উল্লেখ্য, এই অনুষ্ঠানে ইসলামী ভাষা ও শিক্ষা কেন্দ্রের (মাদ্রাসা আল-মাহদী) সাবেক প্রধান হুজ্জাতুল ইসলাম মোহসেনীকে তার প্রচেষ্টার জন্য সম্মানিত করা হয়। আর এর আওতায় হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন সফুরাইকে এই শিক্ষা প্রতিষ্ঠানের নতুন প্রধান হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়।