۲ آذر ۱۴۰۳ |۲۰ جمادی‌الاول ۱۴۴۶ | Nov 22, 2024
ইমাম জাফার ইবনে মুহাম্মাদ আস সাদিকের (আ)
ইমাম জাফার ইবনে মুহাম্মাদ আস সাদিকের (আ)

হাওজা / ২৫ শাওয়াল শাইখুল আয়িম্মাহ এবং মহানবীর (সা) মহান আহলুল বাইতের ( আ) জাফারী মাযহাবের প্রধান মহানবীর ( সা ) পবিত্র আহলুল বাইতের (আ) বারো মাসূম ইমামের ষষ্ঠ মাসূম ইমাম হযরত ইমাম জাফার ইবনে মুহাম্মাদ আস সাদিকের (আ) শাহাদাত বার্ষিকী উপলক্ষে সবাইকে জানাচ্ছি আন্তরিক শোক ও সমবেদনা এবং তাসলিয়াত ।

অনুবাদ ও টীকা : মুহাম্মদ মুনীর হুসাইন খান

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, আজ ২৫ শাওয়াল শাইখুল আয়িম্মাহ এবং মহানবীর (সা) মহান আহলুল বাইতের ( আ) জাফারী মাযহাবের প্রধান মহানবীর ( সা ) পবিত্র আহলুল বাইতের (আ) বারো মাসূম ইমামের ষষ্ঠ মাসূম ইমাম হযরত ইমাম জাফার ইবনে মুহাম্মাদ আস সাদিকের (আ) শাহাদাত বার্ষিকী উপলক্ষে সবাইকে জানাচ্ছি আন্তরিক শোক ও সমবেদনা এবং তাসলিয়াত ।

মহান আল্লাহ আমাদেরকে মহান এই ইমামের প্রকৃত অনুসারী হওয়ার তৌফিক দিন। নীচে ইমাম জাফার আস সাদিক ( আ ) থেকে দুটো হাদীস উল্লেখ করা হল :

১.ভালো প্রতিবেশীর গুরুত্ব ও ফায়দা সংক্রান্ত হাদীস :

حديث و آيات: حُسن همسايگى

عنه عليه السلام :حُسنُ الجِوارِ يُعمِّرُ الدِّيارَ ، و يَزيدُ في الأعْمارِ .[الكافي : 2/667/8 .]

ইমাম জাফার আস - সাদিক বলেন : প্রতিবেশীর সাথে সুসম্পর্ক (ভালো প্রতিবেশী হওয়া ) ঘরবাড়ী সমূহকে আবাদ এবং মানুষের আয়ুষ্কাল দীর্ঘ করে । ( দ্র : আল - কাফী , খ : ৮ , পৃ : ২ , হাদীস নং ৬৬৭ )

امام صادق عليه السلام :حُسن همسايگى ، خانه ها را آباد و عمرها را زياد مى كند.

ইমাম সাদিকের (আ) এ হাদীসের অপরিসীম ব্যক্তিগত , সামষ্টিক এবং পারিবারিক ও সামাজিক গুরুত্ব রয়েছে । বিপদে আপদে মানুষ সবচেয়ে প্রথম যার শরণাপন্ন হয় সে হচ্ছে বিপদগ্রস্ত ব্যক্তির প্রতিবেশী । প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখলে বিপদে আপদে প্রতিবেশীর সাহায্য পাওয়া যায় । সুসম্পর্কের মাধ্যমে প্রতিবেশীদের মধ্যে পারস্পরিক সাহায্য ও সহযোগিতা বৃদ্ধি পায় যা মানুষের পারিবারিক ও আত্মিক শান্তি ও প্রশান্তি আনয়ন করে এবং এর ফলে ব্যক্তি ও পরিবার লাভবান

হওয়ার পাশাপাশি সমাজের প্রভুত উৎকর্ষ ও উন্নয়নও সাধিত হয়। আর সমাজ উন্নত হলে দেশ ও রাষ্ট্রেরও উন্নতি হবে নি: সন্দেহে। এতে করে

ব্যক্তিরও প্রচুর লাভ হয় এবং পারিবারিক ও সামাজিক জীবনে সুখ শান্তি বিরাজ করে বলেই এ পৃথিবীতে মানুষের আয়ুস্কাল দীর্ঘ হয় । পবিত্র কুরআন এবং মহানবী ( সা) ও তার মহান আহলুল বাইতের সুন্নাহ ও সীরতে প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক স্থাপন সংক্রান্ত প্রয়োজনীয় শিক্ষা ও নীতিমালা বিদ্যমান রয়েছে।

২. মহান আল্লাহর ওপর তাওয়াক্কুলের ( নির্ভর ও ভরসা ) গুরুত্ব সংক্রান্ত হাদীস:

امام صادق علیه السلام:

مَن يَثِقَ بِاللّه‏ِ يَكفِهِ ما أهَمَّهُ مِن أمرِ دُنياهُ و آخِرَتِهِ؛

هر كه به خدا اعتماد كند ، خداوند كارهاى دنيا و آخرتش را ، كه او را بى قرار كرده‏ اند، كفايت مى‏ كند.

ইমাম সাদিক (আ) বলেন :

যে ব্যক্তি মহান আল্লাহর ওপর নির্ভর ও ভরসা করে যে সব পার্থিব ও পারলৌকিক বিষয় তাকে ব্যাকুল , অস্থির ও বিচলিত করে সেগুলো থেকে

তাকে মহান আল্লাহ পরিত্রাণ দেবেন । ( দ্র : তুহাফুল উকূল, পৃ : ৩০৪ )

تحف العقول ، ص ۳۰۴

تبصرہ ارسال

You are replying to: .