۵ آذر ۱۴۰۳ |۲۳ جمادی‌الاول ۱۴۴۶ | Nov 25, 2024
হেনরি কিসিঞ্জার
হেনরি কিসিঞ্জার

হাওজা / কিসিঞ্জার মনে করেন, এই প্রবল দ্বিধাদ্বন্দ্ব ইউক্রেন সংঘাতের দিকে নিয়ে গেছে। তিনি বলেন, ‘আমি মনে করি, ইউক্রেনকে ন্যাটোতে অন্তর্ভুক্ত করার প্রস্তাবটি একটি মারাত্মক ভুল এবং এটি যুদ্ধের দিকে পরিচালিত করেছে।’

মুহাম্মদ মুনীর হুসাইন খান

মন্তব্য :

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, যদি ইউক্রেনকে ন্যাটোতে টানাটা মারাত্মক ভুল হয়ে থাকে এবং এ ভুলের কারণেই যুদ্ধের সূত্রপাত বলে মনে করেন হেনরি কিসিঞ্জার তাহলে তিনি কিভাবে বলেন যে বাইডেন প্রশাসন এ যুদ্ধের ব্যাপারে যা করছে তা ঠিক এবং তিনি তা সমর্থন করেন ?!!! ভুল তো ভুলই । ভুল আবার সঠিক হয় কিভাবে?

উচিত ছিল এই ভুল অন্যায় যুদ্ধকে অনতিবিলম্বে থামিয়ে দেওয়া ও বন্ধ করা । কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র , ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়ন তা করে নি বরং যুদ্ধের আগুনে ঘি ঢেলে ও অস্ত্র সরবরাহের মাধ্যমে ইউক্রেনে যুদ্ধের লেলিহান শিখাকে আরো প্রজ্বলিত রাখছে এবং এভাবে নিজেদেরকে আবারও ভীষণ ও ভয়ানক যুদ্ধবাজ হিসেবেই প্রমাণ করেছে এবং হেনরি কিসিঞ্জারের উপরিউক্ত এ বক্তব্য থেকে স্পষ্ট হয়ে যায় যে "* ইউক্রেন সংকট মার্কিন যুক্তরাষ্ট্র ও ন্যাটোই সৃষ্টি করেছে । "*

আর এ যুদ্ধের পরিপ্রেক্ষিতে বিশ্বব্যাপী খাদ্য , ভোজ্য তেল ও সারের প্রধান যোগানদাতা ও সরবরাহকারী রাশিয়ার ওপর অন্যায় ভাবে অর্থনৈতিক নিষেধাজ্ঞা ঠুকে দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন বিশ্বব্যাপী খাদ্য ও সার সরবরাহ করা থেকে দেশটিকে বিরত রেখে পুরো বিশ্বে ক্ষুধার্ত মানুষের সংখ্যা আরও বাড়িয়ে দিয়েছে যা ইত্তেফাক ও ইনকিলাব সহ বিভিন্ন পত্রিকা ও সংবাদপত্রে গতকাল প্রকাশিত হয়েছে। বর্তমানে ৮২ কোটির অধিক ( প্রায় ১০% ) মানুষ বিশ্বে ক্ষুধার্ত । আর ভুল এই ইউক্রেন সংকট সৃষ্টি করে মার্কিন যুক্তরাষ্ট্র, ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়ন শুধু ইউক্রেনের ক্ষতি সাধন করে নি বরং গোটা বিশ্বকে ভয়াবহ খাদ্য ঘাটতি , সংকট ও অভাবের দিকে নিয়ে গেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র, ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়ন এ যুদ্ধ আরো দীর্ঘ সময় ধরে যদি জিইয়ে রেখে রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা অব্যাহত রাখে তাহলে পৃথিবী জুড়ে খাদ্য ঘাটতি ও সংকট আরও তীব্র তর ও ঘনীভূত হয়ে বিশ্বব্যাপী মহাদুর্ভিক্ষের উদ্ভব হলে তাতে আশ্চর্যের কিছু থাকবে না। রাশিয়া শুধু বিশ্বে খাদ্য শস্য সরবরাহ করে না বরং খাদ্য শস্য সরবরাহের পাশাপাশি দেশটি বিশ্বব্যাপী সারেরও প্রধান যোগানদাতা । আর নিষেধাজ্ঞার কারণে ঠিক ভাবে সার সরবরাহ করতে না পারায় পৃথিবী ব্যাপী খাদ্য শস্যের ফলন ও উৎপাদন ব্যাহত হতে থাকবে এবং এরফলে খাদ্য ঘাটতি ও সংকট আরও তুঙ্গে পৌঁছবে । আর এ সব কিছুর পেছনে দায়ী মার্কিন যুক্তরাষ্ট্র, ন্যাটো ও অথর্ব ইউরোপীয় ইউনিয়ন !! কারণ তাদের ভুল সিদ্ধান্তের কারণেই ইউক্রেন সংকটের উদ্ভব । বরং ইউক্রেনকে ন্যাটো জোট ভুক্ত করার এ সিদ্ধান্ত নিছক ভুল ই ছিল না বরং তা ছিল পুরোপুরি অন্যায় এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ন্যাটোর পূর্বমুখী সাম্রাজ্যবাদী সম্প্রসারণ যা রাশিয়া ঠেকানোর চেষ্টা করছে । আর জায়নবাদী ইহুদী হেনরি কিসিঞ্জার ন্যাটোয় ইউক্রেনকে টানা মারত্মক ভুল বলে আখ্যায়িত করলেও ইউক্রেন সংকটে মার্কিন নীতি অবস্থানকে সমর্থন ও সঠিক বলে অভিহিত করেছেন !! তার মানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ন্যাটো জেনে শুনে অর্থাৎ সজ্ঞানে এ ভুল এ অন্যায়টা করেছে এবং বিশ্বকে যুদ্ধ , সংঘাত , ভয়াবহ খাদ্য ঘাটতি ও মহা দুর্ভিক্ষের বিপদ ও সংকটের দিকে ঠেলে দিচ্ছে । আর এ ভাবে মানবতার জঘন্য দুশমন হিসেবে নিজেদেরকে আবারো প্রমাণ করল পাশ্চাত্য ( মার্কিন যুক্তরাষ্ট্র , ন্যাটো ও ইউরোপ ) ।

تبصرہ ارسال

You are replying to: .