হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, নিম্নলিখিত হাদিসটি "আমালি-ই- সাদূক" বই থেকে উদ্ধৃত করা হয়েছে।
হাদিসটি নিম্নরূপ:
ইমাম বাকির (আ.) বলেছেন:
مَنْ أصابَ مالاً مِنْ غَلُولٍ أوَ رِباً أَو خِيانَةٍ اوَ سِرقَةٍ لَمْ يُقبـَلْ مِنـهُ فى زَكوةٍ وَ لا فى صَدَقَهٍ وَ لا فى حَجٍّ وَ لا عُمرَةٍ
যে ব্যক্তি দুর্নীতি, সুদ, খেয়ানত ও চুরির মাধ্যমে সম্পদ অর্জন করবে, তার এ সম্পদ ফরজ যাকাত, সাদকাহ, হজ ও ওমরার পেছনে ব্যয় করা গ্রহণযোগ্য হবে না।
(আমালি-ই- সাদূক, পৃ. ৪৪২)