হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, নিম্নোক্ত হাদিসটি ‘কাফী’ গ্রন্থ থেকে উদ্ধৃত করা হয়েছে।
হাদিসটি নিম্নরূপ:
ইমাম সাদিক (আ.) বলেছেন:
لا يَنْبَغى لِلْمَراَةِ اَنْ تُجَمِّرَ ثَوْبَها اِذا خَرَجَتْ مِنْ بَيْتِها
একজন মুসলিম নারী ঘর থেকে বের হওয়ার সময় অন্যের দৃষ্টি আকর্ষণের মাধ্যম হিসেবে তার পোশাক ব্যবহার করা উপযুক্ত নয়।
কাফীঃ ৫ম খন্ড, পৃ: ৫১৯, হা: ৩