অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা : হুজ্জাতুল ইসলাম মাওলানা মুহাম্মদ মুনীর হুসাইন খান
হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, যে ব্যক্তি কোনো বদকার অসৎ অবাধ্য ( ফাসিক ফাজির) লোকের প্রতি আশা রাখবে তার ন্যূনতম শাস্তি হবে বঞ্চনা এবং তার আশা পূরণ না হওয়া।
[ সূত্র : আল - ফুসূলুল মুহিম্মাহ্ ২৭৫ / ২৭৪ , হাদীস নং ১৮ ; মুসনাদ - ই ইমাম জাওয়াদ ( আ ) ২৪৮ ; কাশফুল গুম্মাহ , খ : ২, পৃ : ৩৫০ , হাদীস নং ১০ ; নূরুল আবসার, পৃ : ৩৩২ , হাদীস নং ১৭ ]
প্রসঙ্গত উল্লেখ্য যে মুমিন মুসলমান কেবল মহান আল্লাহর ওপর আশা ভরসা রাখে । ফাসিক ফাজির লম্পট অবাধ্য অধার্মিক বদকার লোকের ওপর মোটেও আশা রাখে না এবং তার ব্যাপারে মোটেও আশাবাদী নয় । ঠিক একই ভাবে মুসলিম দেশগুলোর উচিত নয় অমুসলিম বিধর্মী ফাসিক ফাজির দেশ ও রাষ্ট্রের ওপর আশা রাখা ও ঐ সব ইসলাম বিরোধী দেশসমূহের ব্যাপারে আশাবাদী থাকা । আর এ কাজ করলে মহান আল্লাহ যে ন্যূনতম শাস্তি আশা পোষণকারী ও আশাবাদীকে দেবেন তা হচ্ছে বঞ্চনা ও তার আশা পূরণ না হওয়া। কিন্তু দুঃখের সাথে বলতে হয় মুসলিম দেশ গুলো এখন অমুসলিম দেশগুলোর ওপর আশা ভরসা রাখছে এবং তাদের ব্যাপারে খুব আশাবাদী। আর এ সব অমুসলিম দেশগুলো ফাসিক ফাজির দুর্নীতি পরায়ণ ও যালিম। আর এদের ব্যাপারে আশাবাদী হওয়ার কারণে মুসলিম দেশগুলো বঞ্চনার শিকার হয়েছে ও হচ্ছে এবং তাদের আশা পূরণও হচ্ছে না যা এই হাদীসে উল্লেখিত হয়েছে ।