হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, হাওজা ইলমিয়া নাজাফের মহিলা মোবাল্লিগদের নবম সভা অনুষ্ঠিত হয় এবং আরবাইন কর্মসূচির পর্যালোচনা করা হয়েছে। ইরানি ও ইরাকি মোবাল্লিগসহ ১০০০ এরও বেশি নারী মোবাল্লিগ এই সভায় অংশ নেন।
নাজাফ মাদ্রাসার সুপরিচিত শিক্ষক সৈয়দ জাফর হাকিম সভায় মুমিনদের ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন।তিনি বলেন, ইমাম হোসাইন (আ.) তিনটি পর্যায় নির্ধারণ করেছিলেন: প্রথম পর্যাটি ছিল তাঁর শাহাদাত যা আহলে বাইত (আ.) ও তাঁর সঙ্গীদের দ্বারা শাহাদাত দেওয়া হয়েছে।
সৈয়দ হাকিম বলেন, ধৈর্যের দ্বিতীয় পর্যায়টি ছিল হযরত জয়নব (সা.) ও অন্যান্য নারীদের ধৈর্যের পর্যায়।
তিনি বলেন যে ইমাম হোসাইন (আ.)-এর স্মৃতিকে জীবিত রাখা ছিল তৃতীয় পদক্ষেপ: এই জিনিসটি আহলে বাইতের দ্বারা তুলে ধরা হয়েছিল এবং তাঁর অনুরাগীরা তাঁর পরে এই জিনিসটিকে বাঁচিয়ে রাখতে ভূমিকা পালন করেছিলেন।
সৈয়দ জাফর হাকিম নারী মোবাল্লিগদের আরবাইনের দিনে ঐক্য জোরদার করার এবং শত্রুদের মিডিয়া যুদ্ধের দিকে নজর রাখার জন্য আমন্ত্রণ জানান।
নাজাফ মাদ্রাসার আরেক শিক্ষক সৈয়দ আহমদ আশকুরী সভায় বক্তৃতাকালে বলেন: মোবাল্লিগদেরকে কুরআনের আয়াত এবং চৌদ্দ মাসুমিনদের জীবনী তুলে ধরতে হবে।