۲۸ اردیبهشت ۱۴۰۳ |۹ ذیقعدهٔ ۱۴۴۵ | May 17, 2024
l
জাশনে মিলাদুন্নবী (সঃ) ও ইমাম জাফর সাদিক্ব (আঃ)

হাওজা / আসহাবুল কিসা মাসজিদে হযরত মুহাম্মাদ (সঃ) ও ইমাম জাফর সাদিক্ব (আঃ)-এর পবিত্র জন্মদিবস উপলক্ষে মাহফিলের আয়োজন করা হয়েছে।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী,

ব্রাদারাণে ইসলাম

সালামুন আলাইকুম,

এতদ্বারা আপনাদের অবগত করা হইতেছে যে আগামীকাল (রবিবার ) হযরত মুহাম্মাদ (সঃ) ও ইমাম জাফর সাদিক্ব (আঃ)-এর পবিত্র জন্মদিবস উপলক্ষে কুমারপুর হলদিয়া পূর্ব মেদিনীপুর পশ্চিমবঙ্গ ভারতে, পশ্চিমবঙ্গের বিখ্যাত ওলামা ও কবিগণদের উপস্থিতিতে এক বিরাট বড় মিলাদ ও ম্যাহফিলের আয়োজন করা হয়েছে, এবং বাদ আসর বাচ্চাদের জন্য কুইজের ব্যবস্থা করা হয়েছে।

অতএব আপনাদের এই মিলাদে অংশগ্রহণ করে বেশি করে বেশি নেকি অর্জন করার কামনা করছি।

স্থানঃ--- কুমারপুর মসজিদে আসহাবিল কিসা

তারিখঃ-- 8/10/2023 রবিবার।

সময়ঃ বাদ আসর হইতে মধ্যরাত্রি পর্যন্ত।

উক্ত অনুষ্ঠানে আসছেন পশ্চিমবঙ্গের বিখ্যাত বক্তা ও কবিগণঃ

পবিত্র কুরআন তিলাওয়াত করবেনঃ জনাব ক্বারী গোলাম সামদানী সাহেব (হাদিয়া পূর্ব মেদিনীপুর)

পরিচালকঃ সত্যের পথে সম্পাদক জনাব মোস্তাক আহমেদ সাহেব (উলুবেড়িয়া হাওড়া)।

বক্তা ও কবিগণঃ

১/ জনাব মাওলানা মনির আব্বাস নাজাফি সাহেব ( ইমামের জুমা ওয়াল জামাত কুমারপুর হলদিয়া পূর্ব মেদিনীপুর)।

২/ জনাব মনিরুল গাজী সাহেব (গোয়ালাটি উত্তর 24 পরগনা)।

৩/ জনাব শাহিনুর মির সাহেব (উলুবেড়িয়া হাওড়া)।

৪/ জনাব মোক্তার হোসেন শাহ সাহেব (কুমারপুর হলদিয়া পূর্ব মেদিনীপুর)।

৫/ জনাব মেহবুব আলম শাহ সাহেব (কুমারপুর হলদিয়া পূর্ব মেদিনীপুর)।

৬/ জনাব মিসাম আক্তার সাহেব (কুমারপুর হলদিয়া পূর্ব মেদিনীপুর)।

৭/ জনাব শেখ আনিস সাহেব (কুমারপুর হলদিয়া পূর্ব মেদিনীপুর)।

এছাড়া আরো অন্যান্য কবি আছে।

উক্ত অনুষ্ঠানে সকলকে অংশগ্রহণ করার জন্য একান্তভাবে অনুরোধ করা হইতেছে।

পরিচালনায়ঃ কুমারপুর পাঁচতারা ওয়েলফেয়ার সোসাইটি

تبصرہ ارسال

You are replying to: .