হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, নিম্নলিখিত রেওয়ায়েতটি "ওয়াসায়েলুশ-শিয়া" বই থেকে উদ্ধৃত করা হয়েছে।
হাদিসটি নিম্নরূপ:
ইমাম বাকির (আ:) বলেছেন:
مَن أرادَ أن لايَضُرَّهُ طَعامٌ ... وَلْيُجِدِ المَضغَ
যে চায় তার খাবার তার ক্ষতি না করুক সে যেন তার খাবার ভালো করে চিবিয়ে নেয়।
(ওয়াসায়েলুশ-শিয়া, খণ্ড ২৪, পৃ. ৪৩১)