হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, নিম্নলিখিত রেওয়ায়েতটি "ওয়াসায়েলুশ-শিয়া" বই থেকে উদ্ধৃত করা হয়েছে।
হাদিসটি নিম্নরূপ:
হজরত মহানবী (সা:) বলেছেন:
يا اَباذَرٍّ! حاسِبْ نَفْسَكَ قَبْلَ اَنْ تُحاسَبَ، فَاِنَّهُ اَهْوَنُ لِحِسابِكَ غـَداً، وَزِنْ نَفْسَكَ قَبْـلَ اَنْ تُـوزَنَ، وَتَجَهَّزْ لِلْعَرْضِ الأكْبَرِ يَوْمَ تُعْرَضُ، لاتَخْـفى عَلَى اللّه خافِيةٌ
হে আবুজার! তোমার হিসাব নেওয়ার আগে, তোমাকে অবশ্যই নিজের হিসাব রাখতে হবে কারণ এটি আগামীকাল তোমার হিসাবকে সহজ করে তুলবে আর তোমাদের কর্মের ওজন করার আগে তোমাদের আত্মাকে ওজন করে নাও এবং কিয়ামতের দিনের জন্য প্রস্তুত হও, যেদিন তোমাদেরকে হাজির করা হবে আর সেদিন আল্লাহর কাছে কোন গোপন কাজ গোপন থাকবে না।
(ওয়াসায়েলুশ-শিয়া, খন্ড ১১৭, পৃ. ৩৭৯)