হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, দক্ষিণ গাজার খান ইউনিস ক্যাম্পে হামদান পরিবারের একটি আবাসিক বাড়িতে ইহুদিবাদী সরকারের বোমাবর্ষণে ১৪ ফিলিস্তিনি শহীদ হয়েছেন।
ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট কমিটি ঘোষণা করেছে যে উত্তরাঞ্চলীয় শহর নাবলুসের আসিরা উপনিবেশে আক্রমণের সময় ইসরাইলি সেনাদের গুলিতে দুই ফিলিস্তিনি আহত হয়েছে।
ইহুদিবাদী সেনারা পূর্ব নাবলুসের বেইত ফুরিক উপনিবেশেও হামলা চালিয়েছে।
অন্যদিকে, ইহুদিবাদী সরকারের অপরাধের জবাবে মঙ্গলবারও দখলদার ইসরাইলি সরকারের সামরিক ঘাঁটি ও সেনানিবাসে ফিলিস্তিনি ও লেবানিজ প্রতিরোধের হামলা অব্যাহত রয়েছে।
গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় নিয়ে রাজনৈতিক পর্যায়ে কূটনৈতিক উদ্যোগ চলছে। এ প্রসঙ্গে কিছু সূত্র বুধবার হামাস নেতা ইসমাইল হানিয়াহের কায়রো সফরের খবর দিয়েছে।