۲۱ آذر ۱۴۰۳ |۹ جمادی‌الثانی ۱۴۴۶ | Dec 11, 2024
বিদ্বেষ ও হিংসা পরিহারে ইমাম হাদী (আ:)-এর উপদেশ
বিদ্বেষ ও হিংসা পরিহারে ইমাম হাদী (আ:)-এর উপদেশ

হজরত ইমাম হাদী (আ:) একটি রেওয়ায়েতে অন্তরে ক্ষোভ না রাখার উপদেশ দিয়েছেন।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, নিম্নলিখিত রেওয়ায়েতটি "বিহারুল-আনওয়ার" বই থেকে উদ্ধৃত করা হয়েছে।

হাদিসটি নিম্নরূপ:

ইমাম হাদী (আ:) বলেছেন:

العِتابُ خَيرٌ مِن الحِقْدِ

ক্ষোভ ধরে রাখার চেয়ে তিরস্কার ভালো।

(বিহারুল-আনওয়ার: ৭৮/৩৬৯/৪)

تبصرہ ارسال

You are replying to: .