রিপোর্ট: মুহম্মাদ জাওয়াদ
হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী: রজব মাসের ফাজিলত, মহানবী (স.)বলেছেন:
(إن رجب شهر الله العظيم لا يقاربه شهر من الشهور حرمةً وفضلاً والقتال . فيه حرام ، ألا إن رجب شهر الله وشعبان ، شهري ،ورمضان شهر (أمني ، “
রজব মাস হল মহান আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, ফজিলতের দিক থেকে কোনো
মাস এর সমপর্যায়ে নেয় এবং রসূল (সা:)এটাও বলেন যে রজব মাস আাহর মাস, শাবান মাস আমার মাস এবং রমজান মাস হল আমার উন্মতের মাস। যে ব্যাক্তি রজব মাসের একিট দিন রোজা রাখে মহান আল্লার সন্তুষ্টি, তার হাতে এসে যায় এবং তার প্রতি মহান আল্লাহর ক্রোধ দূর হয়ে যায়،،،،،، হযরত মসুা ইবন জাফর (আ:) হতে বর্ণিত যে ব্যাক্তি এই মাসে একটি রোজা রাখবে জাহান্নামের দরজা ও আগুন তার থেকে এক বছরের জন্য দূরে সরে যাবে,,,,,আর বলেন، (ومن صام ثلاثة أيام وجبت له الجنة . যে ব্যক্তি তিনদিন রোজা রাখবে তার উপর জান্নাত ওয়াজিব করে দেওয়া হবে،،، :
তিনি আরো বলেন যে (رجب نهر في الجنّة أشد بياضاً من اللبن وأحلى من العسل)"রজব হল জান্নাতের এমন একটি প্রবাহিত নদী যার পানি দুধের চেয়েও সাদা এবং মধুর চেয়েও মিষ্টি আর যে ব্যক্তি একটি রোজা রাখবে অবশ্যই আল্লাহ তাকে এই পানি দিবেন এবং পান করাবেন" : রাসূল(সা:)হাদীসে আছে যদি কেউ এই মাসে রোজা রাখতে না পারে ও রোজার সাওয়াব যদি পেতে চাই তার করণীয় হচ্ছে ,,,প্রতিদিন এই জিকির( سبْحَانَ الإِلَهِ الْجَلِيل، سُبْحَانَ مَنْ لا يَنْبَغِي التَّسْبِيحُ إِلا لَهُ ، سُبْحَانَ الأعز الأكْرَم ، سُبْحَانَ مَنْ لَبِسَ العِزَّ وَهُوَ لَهُ أَهْل .সহ ১০০ বার তাসবী পড়া।