হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, নিম্নোক্ত হাদিসটি "তাফসীরে আহলে বাইত (আ:)" বই থেকে উদ্ধৃত করা হয়েছে।
হাদিসটি নিম্নরূপ:
ইমাম সাদিক (আ:) বলেছেন:
إِنَ الْمُؤْمِنَ لَیَشْفَعُ یَوْمَ الْقِیَامَهًْ لِأَهْلِ بَیْتِهِ فَیُشَفَّعُ فِیهِمْ حَتَّی {یَبْقَی} خَادِمُهُ فَیَقُولُ وَ یَرْفَعُ سَبَّابَتَیْهِ یَا رَبِّ خُوَیْدِمِی کَانَ یَقِینِی الْحَرَّ وَ الْبَرْدَ فَیُشَفَّعُ فِیهِ.
একজন মুমিন কিয়ামতের দিন তার পরিবারের জন্য শাফাআত করবে এবং তার বান্দা অবশিষ্ট থাকা পর্যন্ত তার পরিবারের জন্য তার সুপারিশ গৃহীত হবে। তাই সে তার আঙুল তুলবে এবং (আল্লাহর সামনে) সে বলবে: হে আমার আল্লাহ! আমার খাদিম আমাকে (দুনিয়াতে) তাপ ও ঠান্ডা থেকে রক্ষা করেছে, তাই তার (বান্দার) ক্ষেত্রেও তার শাফাআত কবুল করা হবে।
(তাফসীরে আহলে বাইত (আ:), খন্ড ১০, পৃ. ৫৮৬)