۲۱ آذر ۱۴۰۳ |۹ جمادی‌الثانی ۱۴۴۶ | Dec 11, 2024
২৭ রজব ঈদে মাব'আস ও ইসলামের শুভ জন্ম দিন মুবারক
২৭ রজব ঈদে মাব'আস ও ইসলামের শুভ জন্ম দিন মুবারক

হাওজা / আজ ইসলামের শুভ জন্মদিন ও শুভ উদয় দিবস। এ দিন হিরায় নুবুওয়তের ওয়াহী নাযিল হলে শুভ সূচনা হয় ইসলামের।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, আজ ইসলামের শুভ জন্মদিন ও শুভ উদয় দিবস । এ দিন হিরায় নুবুওয়তের ওয়াহী নাযিল হলে শুভ সূচনা হয় ইসলামের।

সত্যের জ্যোতি দূরীভূত করে মিথ্যার তমসা ও তিমির রাতকে । হযরত মুহাম্মদের (সা) নুবুওয়ত ও রিসালতের ঘোষণা ও এলান হয় মহান আল্লাহর পক্ষ থেকে। এ দিন পৃথিবী প্রত্যক্ষ করে সাইয়েদুল মুরসালীনের রিসালত ও নুবুওয়তের দ্যুতি। গারে হিরা থেকে মুহাম্মদী রিসালত ও নুবুওয়তের নূর ঠিকরে বের হয়ে উজালা করে এ বিশ্ব জাহানকে । মানব জাতির হৃদয় আলোকিত ও নূরানী হয় মুহাম্মদী রিসালত ও নুবুওয়তের আলোর ছটায়।

এই মাব'আস অর্থাৎ প্রেরণ কোথায় কাকে ?

হযরত মুহাম্মদ ( সা ) এ দিন নুবুওয়ত ও রিসালতের বার্তা নিয়ে প্রেরিত ( মাব'ঊস ) হলেন সমগ্র মানব জাতির কাছে সমগ্র বিশ্ব লোকে ।

ঈদে মাব'আস অর্থাৎ বিশ্ব মানবের কাছে মহান আল্লাহর দূত ( রাসূল ) হয়ে মহানবীর প্রেরিত হওয়ার শুভ দিবস ২৭ রজব মুবারক ।

তাই তাবরীক ও তাহনিয়ত ( শুভেচ্ছা ও অভিনন্দন) জানাই সবাইকে ।

আস'আদাল্লাহু আইয়ামাকুম

কুল্লা আম ওয়া দুমতুম বিখাইর্

أسعد الله أيامكم و كل عام و دمتم بالخير .

মহান আল্লাহ আপনাদের সবার দিনগুলো শুভ ও সায়ীদ করে দিন

আপনাদের সবার বছর গুলো কল্যাণ ও মঙ্গলময় হোক।

تبصرہ ارسال

You are replying to: .