অনুবাদ : মুহাম্মদ মুনীর হুসাইন খান
হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, মহানবী (সা) বলেছেন:
علَيكَ بقِراءةِ القرآنِ؛ فإنّ قِراءتَهُ كَفّارةٌ للذُّنوبِ، و سَترٌ في النارِ، و أمانٌ مِن العذابِ.
মহানবী (সা) : তোমার উচিত পবিত্র কুরআন তিলাওয়াত করা। কারণ , পবিত্র কুরআন তিলাওয়াত হচ্ছে গুনাহ ও পাপসমূহের কাফফারাহ ( পাপমোচন) , দোযখের আগুন নির্বাপনকারী এবং আযাব ( শাস্তি ) থেকে রক্ষাকবচ ও নিরাপত্তা দানকারী।
(সূত্র : বিহারুল আনওয়ার, খ : ৯২ , পৃ : ১৭ , হাদীস নং ১৮)