রিপোর্ট: মুহাম্মদ মুনীর হুসাইন খান
হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, যুরার (যুক্তরাজ্য) দৈনিক দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অবলম্বনে গাযা যুদ্ধে ইসরাইলের ব্যর্থতার সর্বশেষ চিত্র :
গাযার কসাই ইসরাইলের বর্তমান প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জনপ্রিয়তায় ধ্বস নামা ও তা কমে যাওয়া অব্যাহত রয়েছে যুদ্ধ দীর্ঘায়িত হওয়া এবং ইসরাইলী যুদ্ধবন্দীদের উদ্ধার করতে না পারার জন্য। ইসরাইলী জনগণের ৭০% তাকে প্রধানমন্ত্রী হিসেবে চাচ্ছে না এবং নতুন করে অগ্রিম সংসদীয় নির্বাচন চাচ্ছে।
সাম্প্রতিক সপ্তাহ গুলোয় বিশেষ করে গত শনিবার থেকে নেতানিয়াহু বহু মুখী চাপের সম্মুখীন। বিশেষ করে গত শনিবারে হাজার হাজার ইসরাইলী নেতানিয়াহুর অপসারণের দাবিতে বিক্ষোভ করেছে। প্রতিবাদ বিক্ষোভ সমূহে হামাসের হাতে ইসরাইলী যুদ্ধবন্দীদের ছাড়িয়ে আনার জন্য বর্ধিত চেষ্টা করার দাবি জানান হয়েছে।
নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী ইসরাইলী যুদ্ধকালীন মন্ত্রীপরিষদের সদস্য মন্ত্রী গানতস সেপ্টেম্বরে অগ্রিম সংসদীয় নির্বাচনের দাবি করেছে। মাযুরা ( মার্কিন) সিনেট নেতা চাক শুমারের মতে ইসরাইলের জনগণের ৭০% এই অগ্রিম সংসদীয় নির্বাচন চাচ্ছে।
এর মানে ৭০ % ইসরাইলী নেতানিয়াহুকে চাচ্ছে না । কেন ? যুদ্ধ দীর্ঘায়িত হওয়া, ইসরাইলী যুদ্ধবন্দীদের উদ্ধারে ব্যর্থতা এবং হামাস ও ফিলিস্তিনী জিহাদের যোদ্ধাদের উৎখাত ও পরাজিত করে গাযা - ইসরাইল যুদ্ধ শেষ করতে না পারার জন্য কসাই নেতানিয়াহুর জনপ্রিয়তা কমে যাচ্ছে । এখান থেকে স্পষ্ট হয়ে যায় যুদ্ধে ইসরাইলের অবস্থা ভালো নেই এবং দীর্ঘায়িত যুদ্ধ ইসরাইলীদের ক্লান্ত , শ্রান্ত , নিরাপত্তাহীনতা ও ক্ষয় ক্ষতির শিকার এবং অনিশ্চিত ভবিষ্যতের সম্মুখীন করে দিয়েছে। এরফলে ইসরাইল নামক মেকি কৃত্রিম রাষ্ট্রটির অস্তিত্ব এ দীর্ঘায়িত যুদ্ধের কারণে সংকটের মধ্যে পড়ে গেছে ।
দ্য গার্ডিয়ানের এ প্রতিবেদন থেকে এটাও স্পষ্ট হয়ে যায় যে ইসরাইলে আভ্যন্তরীন ভাবে বিভক্তি ও অনৈক্য চরম আকার ধারণ করেছে। কেবল মাযুরা ( মার্কিন যুক্তরাষ্ট্র) যুরা( যুক্তরাজ্য ) ও পশ্চিমারা সর্বাত্মক আর্থিক ও সামরিক সাহায্য ও সহযোগিতা করে কোনো রকমে এ গণহত্যাকারী নারী ও শিশু হত্যাকারী ইসরাইলকে টিকিয়ে রেখেছে।
তবে এ কথা পশ্চিমা সংবাদ মাধ্যম গুলো স্পষ্ট ও সরাসরি বলছে না। কিন্তু ওগুলোর ( পশ্চিমা সংবাদ মাধ্যম সমূহ) পরিবেশিত সংবাদ ও খবরাখবরের মধ্য থেকে গাযা যুদ্ধে ইসরাইলের পরাজয় ও ব্যর্থতার চিত্র ফুটে ওঠে। যেমন : যুরার ( যুক্তরাজ্য ) দৈনিক দ্য গার্ডিয়ানের এ খবর ।