হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, নিম্নোক্ত রেওয়ায়েতটি "নাহজুল-বালাগা" বই থেকে উদ্ধৃত করা হয়েছে।
হাদিসটি নিম্নরূপ:
আমীরুল মুমিনীন ইমাম আলী (আ:) বলেছেন:
فالجُنودُ بإذْنِ اللّه ِحُصونُ الرَّعِيَّةِ و زَينُ الوُلاةِ و عِزُّ الدِّينِ وسُبُلُ الأمْنِ و ليسَ تقوم الرعیة الا بهم
আল্লাহর হুকুমে সেনাবাহিনী ও সৈন্যরা জনগণের দুর্গ, শাসকদের জন্য শোভা, ধর্মের সম্মান ও সমুন্নত ও শান্তির মাধ্যম এবং সেনাবাহিনী ও সৈন্য ছাড়া জনগণের থাকা অসম্ভব।
(নাহজুল-বালাগা, পত্র নং ৫৩)