রিপোর্ট: হাসান রেজা
হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, নয়াদিল্লির স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বলা হয়েছে, দিল্লিতে তাপপ্রবাহে চল্লিশ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে।
কিছু প্রতিবেদনে বলা হয়েছে যে ১১ থেকে ১৯ জুন দিল্লি এবং এর শহরতলিতে, তাপপ্রবাহর কারণে একশ ৯২ জন গৃহহীন মানুষ মারা গেছে।
তাপপ্রবাহের প্রকোপ এমন অবস্থায় অব্যাহত রয়েছে যে ভারতের রাজধানী দিল্লি পানীয় জলের তীব্র সংকটে ভুগছে।
হরিয়ানা রাজ্য যমুনার জল আটকে দেওয়ার ফলে এবং দিল্লির জনগণ তাদের ভাগের জল না পাওয়ার ফলে সংকট আরও খারাপ হয়, দিল্লি রাজ্যের জলমন্ত্রী এবং আম আদমি পার্টির সিনিয়র নেতা অতাশি ২১ জুন থেকে অনির্দিষ্টকালের অনশনে বসার ঘোষণা দিয়েছেন।
উল্লেখ্য, দিল্লির জল বিভাগের মন্ত্রী অতাশি হরিয়ানা রাজ্যকে দিল্লির অংশ থেকে জল ছেড়ে দিতে বাধ্য করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হস্তক্ষেপ করার আবেদন করেছিলেন কিন্তু কোনো নোটিশ না নেওয়ায় তারা অনশনের ঘোষণা দিয়েছেন।