হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ঈদে গাদীরের দিন মানুষকে আহার করানোর ফযিলত!
১. হযরত ইমাম আলী (আ.) বলেন,
''من افطر مؤمنا فی لیلة فکانما افطر فئاما''
অর্থ: যে কেউ গাদীর দিবসে রোজা রাখা ব্যক্তিকে ইফতার করায়, (তবে) সে যেন (فئاما) ১০০ হাজার পয়গাম্বর, সিদ্দিকীন ও শহীদকে ইফতার করালো।
[আল মুরাকিবাত, পৃষ্ঠা- ২৫৬]
২. ইমাম রেযা (আ.) বলেন,
''من اطعم مؤمنا کان کمن اطعم جمیع الانبیاء و الصدیقین.''
অর্থ: যে ব্যক্তি ঈদে গাদীরের দিন কোনো মুমিন ব্যক্তিকে আহার করালো, সে যেন সমস্ত নবীগণ ও সিদ্দিকীনদের আহার করালো৷
[বিহারুল আনওয়ার, খন্ড- ৯৫, পৃষ্ঠা- ৩২২]
৩. ইমাম জাফর সাদিক (আ.) বলেন,
''و اطعم اخوانک.''
অর্থ: (গাদীর দিবসে) নিজের দ্বীনি ভাইদের আহার করাও!
[বিহারুল আনওয়ার, খন্ড- ৬, পৃষ্ঠা- ৩০২]
৩. ঈদে গাদীর দিবসে খাওয়ানোর গুরুত্ব ও ফযিলত এত বেশি যে *ইমাম জাফর সাদিক (আ.) এই দিবসকে 'আহার দিবস' হিসাবে অভিহিত করেছেন।*
[বিহারুল আনওয়ার, খন্ড- ৯৫, পৃষ্ঠা- ৩০২]
আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আমাদের এই মহান দিবসের গুরুত্ব ও ফযিলত বোঝার ও সে অনুযায়ী আমল করার তাওফিক দান করুক। আমিন ইয়া র'ব্বাল আলামিন!