۱۰ تیر ۱۴۰۳ |۲۳ ذیحجهٔ ۱۴۴۵ | Jun 30, 2024
ঈদে গাদীরের দিন মানুষকে  আহার করানোর ফযিলত!
ঈদে গাদীর

হাওজা / গাদীর দিবসে নিজের দ্বীনি ভাইদের আহার করাও!

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ঈদে গাদীরের দিন মানুষকে আহার করানোর ফযিলত!

১. হযরত ইমাম আলী (আ.) বলেন,

''من افطر مؤمنا فی لیلة فکانما افطر فئاما''

অর্থ: যে কেউ গাদীর দিবসে রোজা রাখা ব্যক্তিকে ইফতার করায়, (তবে) সে যেন (فئاما) ১০০ হাজার পয়গাম্বর, সিদ্দিকীন ও শহীদকে ইফতার করালো।

[আল মুরাকিবাত, পৃষ্ঠা- ২৫৬]

২. ইমাম রেযা (আ.) বলেন,

''من اطعم مؤمنا کان کمن اطعم جمیع الانبیاء و الصدیقین.''

অর্থ: যে ব্যক্তি ঈদে গাদীরের দিন কোনো মুমিন ব্যক্তিকে আহার করালো, সে যেন সমস্ত নবীগণ ও সিদ্দিকীনদের আহার করালো৷

[বিহারুল আনওয়ার, খন্ড- ৯৫, পৃষ্ঠা- ৩২২]

৩. ইমাম জাফর সাদিক (আ.) বলেন,

''و اطعم اخوانک.''

অর্থ: (গাদীর দিবসে) নিজের দ্বীনি ভাইদের আহার করাও!

[বিহারুল আনওয়ার, খন্ড- ৬, পৃষ্ঠা- ৩০২]

৩. ঈদে গাদীর দিবসে খাওয়ানোর গুরুত্ব ও ফযিলত এত বেশি যে *ইমাম জাফর সাদিক (আ.) এই দিবসকে 'আহার দিবস' হিসাবে অভিহিত করেছেন।*

[বিহারুল আনওয়ার, খন্ড- ৯৫, পৃষ্ঠা- ৩০২]

আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আমাদের এই মহান দিবসের গুরুত্ব ও ফযিলত বোঝার ও সে অনুযায়ী আমল করার তাওফিক দান করুক। আমিন ইয়া র'ব্বাল আলামিন!

تبصرہ ارسال

You are replying to: .