۱۷ تیر ۱۴۰۳ |۳۰ ذیحجهٔ ۱۴۴۵ | Jul 7, 2024
আসাদউদ্দিন ওয়াইসি
সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলেমিনের (এআইএমআইএম) প্রধান ও হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি

হাওজা / সংসদে 'জয় ফিলিস্তিন' স্লোগান দিয়েছেন সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলেমিনের (এআইএমআইএম) প্রধান।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ভারতের ১৮ তম লোকসভার সদস্য হিসাবে শপথ নেওয়ার সময় দেশটির সংসদে 'জয় ফিলিস্তিন' স্লোগান দিয়েছেন সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলেমিনের (এআইএমআইএম) প্রধান ও হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি।

এই প্রথম কোনো ভারতীয় সংসদ সদস্য সংসদের ভেতরে ফিলিস্তিন স্লোগান দিলেন। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া এবং ইন্ডিয়া টুডে।

প্রতিবেদনে বলা হয়, সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার সময় ওয়াইসি 'জয় ফিলিস্তিন' স্লোগান দেন। এ সময় নিজের রাজ্য তেলেঙ্গানা ও বি আর আম্বেদকরের প্রশংসা করা ছাড়াও হায়দরাবাদ আসন থেকে পঞ্চমবারের জন্য নির্বাচিত ওয়াইসি উর্দুতে শপথ নেওয়ার পর ‘জয় ফিলিস্তিন’ স্লোগান তোলেন।

সংসদ থেকে বের হওয়ার পর সাংবাদিকদের প্রশ্নোত্তরে ওয়াইসির বলেন, "জয় ভীম, জয় মীম, জয় তেলেঙ্গানা, জয় ফিলিস্তিন" বলার মধ্যে কোন ভুল ছিল না।

এ সময় নিজের রাজ্য তেলেঙ্গানা ও বি আর আম্বেদকরের প্রশংসা করা ছাড়াও হায়দরাবাদ আসন থেকে পঞ্চমবারের জন্য নির্বাচিত ওয়াইসি উর্দুতে শপথ নেওয়ার পর ‘জয় ফিলিস্তিন’ স্লোগান তোলেন।

তবে সংসদ থেকে বের হওয়ার পর সাংবাদিকদের ওয়াইসির বলেন, "জয় ভীম, জয় মীম, জয় তেলেঙ্গানা, জয় ফিলিস্তিন" বলার মধ্যে কোন ভুল ছিল না।

এ সময় সংসদে তাঁর স্লোগান সম্পর্কে জানতে চাইলে ওয়াইসি সাংবাদিকদের বলেন, "অন্যান্য সদস্যরাও বিভিন্ন কথা বলছেন। এটা কীভাবে ভুল? আমাকে সংবিধানের বিধান বলুন। অন্যরা যা বলে তা আপনারও শোনা উচিত। আমার যা বলার ছিল তা আমি বলেছি। ফিলিস্তিন নিয়ে মহাত্মা গান্ধী কী বলেছিলেন পড়ুন।“

ফিলিস্তিনের প্রসঙ্গ কেন বললেন? জানতে চাইলে তিনি বলেন, তারা নিপীড়িত মানুষ।

এদিকে মঙ্গলবার (২৫ জুন) সংসদে জয় ফিলিস্তিন বলায়, বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শনের জন্য হায়দরাবাদের এই সংসদ সদস্যকে লোকসভার সদস্য হিসেবে অযোগ্য ঘোষণার দাবি জানান বিজেপির এক নেতা।

এ বিষয়ে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানান, ফিলিস্তিনের পক্ষে ধ্বনি দেওয়ায় কয়েকজন সংসদ সদস্যের কাছ থেকে তিনি অভিযোগ পেয়েছেন।

হায়দরাবাদ আসন থেকে এবার পঞ্চম মেয়াদে নির্বাচিত হয়েছেন সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলেমিনের (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। মঙ্গলবার সংসদে উর্দুতে শপথ নিয়েছেন তিনি। তবে শপথ গ্রহণের আগে তিনি দোয়াও পাঠ করেন।

تبصرہ ارسال

You are replying to: .