۱۳ تیر ۱۴۰۳ |۲۶ ذیحجهٔ ۱۴۴۵ | Jul 3, 2024
সংসদ সদস্য আসাদউদ্দিন ওয়াইসি
সংসদ সদস্য আসাদউদ্দিন ওয়াইসি

হাওজা / আসাদউদ্দিন ওয়াইসির ‘জয় ফিলিস্তিন’ স্লোগান নিয়ে বিতর্ক।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ভারতের ১৮তম লোকসভার সদস্য হিসেবে শপথ নেওয়ার সময় ‘জয় ফিলিস্তিন’ স্লোগান দিয়েছিলেন সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলেমিনের (এআইএমআইএম) প্রধান ও হায়দরাবাদের সংসদ সদস্য আসাদউদ্দিন ওয়াইসি। এর জের ধরে এই এমপির দিল্লির বাড়িতে ভারত ও ইসরায়েলের পতাকা সম্বলিত পোস্টার সাঁটিয়েছে দুর্বৃত্তরা।

এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, গতকাল বৃহস্পতিবার চার-পাঁচজন ব্যক্তি ওয়াইসির ৩৪ অশোকা রোডের বাসভবনে রাত ৯টার দিকে পৌঁছে বাড়ির গেট ও দেয়ালে তিনটি পোস্টার সাঁটিয়ে দেয়। এসব পোস্টারে লেখা ছিল ‘ভারত মাতা কি জয়’, ‘আই স্ট্যান্ড ফর ইসরায়েল’ ও ‘ওয়াইসিকে বরখাস্ত করা উচিত’।

সেইসঙ্গে ওয়াইসির বাড়ির নেমপ্লেটও কালি দিয়ে ঢেকে দেন তারা। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু ও ইন্ডিয়া টুডে এ তথ্য জানিয়েছে। এ ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ওয়াইসি। এক্সে দেওয়া ওই ভিডিও পোস্টে তিনি লেখেন, ‘আজ কিছু দুর্বৃত্ত কালি দিয়ে আমার বাড়িতে হামলা চালিয়েছে। আমার দিল্লির বাসভবনকে যে কতবার টার্গেট করা হয়েছে তা এখন আমি আর বলতে পারব না।’

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং লোকসভার স্পিকার ওম বিড়লাকে ট্যাগ দিয়ে ওয়াইসি লেখেন, ‘অমিত শাহ, এটা আপনার তত্ত্বাবধানে হচ্ছে। ওম বিড়লা, দয়া করে আমাদের বলুন এমপিদের নিরাপত্তা নিশ্চিত হবে কিনা।’

দিল্লি পুলিশ অবশ্য ঘটনাস্থলে পৌঁছে পোস্টারগুলো সরিয়ে ফেলে। ততক্ষণে দুর্বৃত্তরা পালিয়ে যায় বলে উল্লেখ করেছেন একজন পুলিশ কর্মকর্তা। তারা বলছেন, দুর্বৃত্তদের শনাক্ত করার চেষ্টা চলছে।

সম্প্রতি হায়দরাবাদের এমআইএম নেতা ওয়াইসি শপথের শেষে ‘জয় ভীম’, ‘জয় তেলঙ্গানা’ বলার পরে ‘জয় ফিলিস্তিন’ স্লোগান দেন। এই স্লোগান নিয়ে আপত্তি তোলেন বিজেপির সংসদ সদস্যরা। সেই সময়ে স্পিকারের দায়িত্বে থাকা রাধামোহন সিং জানান, ওই বক্তব্য নথিবদ্ধ করা হবে না।

সূত্র: ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু, ইন্ডিয়া টুডে

تبصرہ ارسال

You are replying to: .