۱۵ آبان ۱۴۰۳ |۳ جمادی‌الاول ۱۴۴۶ | Nov 5, 2024
শীর্ষ কমান্ডার হত্যার প্রতিক্রিয়ায় ইসরায়েলে ১০০ রকেট হামলা করেছে হিজবুল্লাহ
শীর্ষ কমান্ডার হত্যার প্রতিক্রিয়ায় ইসরায়েলে ১০০ রকেট হামলা করেছে হিজবুল্লাহ

হাওজা / হিজবুল্লাহর আরেক শীর্ষ কমান্ডার নিহত।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, গতকাল (বুধবার, ত জুলাই) দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র প্রতিরোধসংগঠন হিজবুল্লাহর আরেক শীর্ষ কমান্ডার নিহত হয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক গনমাধ্যম আল জাজিরা।

প্রায় নয় মাসেরও বেশি সময় ধরে চলমান যুদ্ধে এই নিয়ে হিজবুল্লাহর তৃতীয় উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হলো। এই ঘটনায় লেবানন-ইসরায়েল সীমান্তে চলমান উত্তেজনা আরো বেড়েছে। কমান্ডার হত্যার প্রতিশোধে বুধবার ইসরায়েলের সামরিক অবস্থান লক্ষ্য করে ১০০টি কাতিউশা রকেট নিক্ষেপ করেছে হিজবুল্লাহ।

লেবাননের প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহ জানিয়েছে যে, বুধবার ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর কমান্ডার মুহাম্মদ নিমাহ নাসের, যিনি "হজ আবু নামেহ" নামেও পরিচিত, নিহত হয়েছেন। নাসেরের মৃত্যু কোথায় হয়েছে তা সম্পর্কে হিজবুল্লাহ বিস্তারিত কিছু জানায়নি।

তবে নাম প্রকাশে অনিচ্ছুকএক সূত্রের বরাতে আল জাজিরা জানিয়েছে, দক্ষিণ লেবাননের টায়ারের হোশ এলাকায় হিজবুল্লাহর ঐ কমান্ডার নিহত হয়েছেন। এছাড়া দলটির ঘনিষ্ঠ একটি সূত্র এএফপি বার্তা সংস্থাকে নিশ্চিত করেছে যে টায়ারে ইসরায়েলের হামলায় কমান্ডার নাসের নিহত হয়েছেন।

এদিকে মুহাম্মাদ নিমা নাসেরকে হত্যার কথা স্বীকার করেছে ইসরায়েলি বাহিনী। এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী জানিয়েছে, নিহত নাসের হিজবুল্লাহর আজিজ ইউনিটের কমান্ডার ছিলেন। তাদের দাবি, ইসরায়েলি ভূখণ্ডে দক্ষিণ-পশ্চিম লেবানন থেকে হামলা চালানোর পেছনে এই ইউনিটই দায়ী।

কমান্ডার নাসের হত্যার প্রতিশোধের অংশ হিসেবে তাদের যোদ্ধারা অধিকৃত গোলান মালভূমিতে ইসরায়েলের দুটি সামরিক অবস্থানে শতাধিক কাতিউশা রকেট দিয়ে আক্রমণ করেছে। এছাড়াও ইসরায়েলের একটি অবস্থানে কাতিউশা রকেট, উত্তর ইসরায়েলের দুটি সামরিক স্থানে ফালাক রকেট এবং ভারী বুরকান ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে।

দখলদার ইহুদীবাদী বাহিনী ইসরায়েলে হিজবুল্লাহর হামলার কথা স্বীকার করলেও বরাবরের মতই হামলায় হতাহত ও ক্ষতির পরিমাণ প্রকাশ করেনি। তবে হিজবুল্লাহর এই হামলায় ইসরায়েলের সামরিক অবস্থান দুটির বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেছে বলে আশংকা করা হচ্ছে!

تبصرہ ارسال

You are replying to: .