۲۳ آذر ۱۴۰۳ |۱۱ جمادی‌الثانی ۱۴۴۶ | Dec 13, 2024
অশ্রু যা স্বর্গে পৌঁছায়
যে অশ্রু যা স্বর্গে পৌঁছায়

হাওজা / ইমাম হুসাইন (আ.) একটি হাদিসে অশ্রু (দুঃখে প্রবাহিত) এর সওয়াব ও প্রতিদান বর্ণনা করেছেন।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, মহান আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার নিকট ইমাম হোসাইন (আ.)-এর শান ও মাকাম এতটাই উচ্চাসিন যে তাঁর (আ.) দুঃখ-কষ্ট, মাজলুমিয়াতের কথা স্মরণ করে কান্না ও আহাজারি করেও মানুষ নিজের পাপ থেকে মুক্তি পেতে পারেন। শুধু তাই নয়, এই ইমাম হোসাইন (আ.)-এর স্মরণে কান্নাকাটি ও আহাজারি একজন নিবেদিত মানুষকে বেহেশতে পৌঁছে দেয়ার নিশ্চয়তা দেয়।

সাইয়্যেদুশ শোহাদা ইমাম হোসাইন আলাইহিস সালাম বলেছেন,

مَنْ دَمَعَتْ عَيْناهُ فينا دَمْعَةً بِقَطْرَةٍ اَعْطاهُ اللّه ُ تَعالى الْجَـنَّةَ.

যার চোখ আমাদের [পবিত্র আহলে বাইতের (আ.)] জন্য ফোঁটায় ফোঁটায় অশ্রু ঝরাবে, আল্লাহ তাকে বেহেশত দান করবেন।

[ইয়ানাবিউল মুয়াদ্দাত, পৃষ্ঠা- ২২৮]

মহান আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আমাদের পবিত্র আহলে বাইতের (আ.) উৎসর্গ ও শাহাদাতের মাস মহররমে বেশি আহাজারি ও অশ্রুপাত করার তাওফিক দান করুক। আমিন ইয়া র'ব্বাল আলামিন।

تبصرہ ارسال

You are replying to: .