۲۱ آذر ۱۴۰۳ |۹ جمادی‌الثانی ۱۴۴۶ | Dec 11, 2024
আর্জেন্টিনা ও ইহুদিবাদী দখলদার ইসরায়েলের পতাকা
আর্জেন্টিনা ও ইহুদিবাদী দখলদার ইসরায়েলের পতাকা

হাওজা / সচেতন বিশ্ব যখন ফিলিস্তিনের সমর্থনে জেগে উঠেছে ঠিক তখন গাজায় গণহত্যা চালানো ইহুদিবাদী দখলদার ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে 'সন্ত্রাসী সংগঠন' তালিকার অন্তর্ভুক্ত করেছে আর্জেন্টিনা!

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করে সব আর্থিক সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছে আর্জেন্টিনা।

শনিবার (১৩ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে হামাসকে সস্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ার মিলেই।

আর্জেন্টাইন প্রেসিডেন্টের দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে হামলা চালিয়েছে হামাস। এতে ১২০০ জনকে হত্যা এবং ২৫০ জনকে জিম্মি করে নিয়ে যায় সংগঠনটির যোদ্ধারা।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আর্জেন্টিনাকে অবশ্যই আরেকবার পশ্চিমা সভ্যতার সঙ্গে যুক্ত হতে হবে।’

এ বছরের ফেব্রুয়ারিতে প্রথম ইসরায়েল সফর করেন আর্জেন্টাইন প্রেসিডেন্ট জাভিয়ার মিলেই। ওই সময় পবিত্র নগরী জেরুজালেমে গিয়ে তিনি ইহুদিদের সঙ্গে প্রার্থনা করেন। একই সঙ্গে জেরুজালেমে আর্জেন্টিনার দূতাবাস স্থানান্তরিত করার ঘোষণা দেন।

আর্জেন্টাইন প্রেসিডেন্ট মিলেই রোমান ক্যাথলিক ধর্মবিশ্বাস নিয়ে বড় হয়েছেন। কিন্তু তিনি জানিয়েছেন, ইহুদি ধর্মের প্রতি তার টান রয়েছে। এমনকি ইহুদি ধর্মে ধর্মান্তরিত হওয়ার পরিকল্পনার কথাও বলেছেন মিলেই।

تبصرہ ارسال

You are replying to: .