۲۸ شهریور ۱۴۰۳ |۱۴ ربیع‌الاول ۱۴۴۶ | Sep 18, 2024
ইমাম হাদী আলাইহিস সালাম
ইমাম হাদী আলাইহিস সালাম

হাওজা / ইমাম হাদী আলাইহিস সালাম থেকে বর্ণিত একটি গুরুত্বপূণ্য হাদিস।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইহকাল তথা দুনিয়াবি জীবনে যেমন মানুষের উপকারী ও পর্যাপ্ত ধন-সম্পদ প্রয়োজন যাতে করে সে পরমুখাপেক্ষী ও পরনির্ভরশীল না হয়ে যায়; তেমনি পরকাল তথা আখিরাতের জীবনের জন্যও তার ধন-সম্পদের প্রয়োজন; আর ধন-সম্পদ হচ্ছে তার আমল ও পূণ্যময় কাজ। দুনিয়ার উপকারী ও কল্যাণময় সম্পদ যেমন কাউকে মানব সমাজের কাছে সম্মানিত করে তোলে, তেমনি তার আমল ও পূণ্যময় কাজও তাকে আখিরাতে সম্মানিত ও বেহেশতের উচ্চতর মাকামের অধিকারী করে তুলবে।

ইমাম হাদী আলাইহিস সালাম বলেন,

اَلنّاسُ فِي الدُّنيا بِالْأَموالِ وَفىِ الاْخِـرَةِ بِالاَْعـمالِ.

দুনিয়াতে মানুষের মূল্য নির্ভর করে তাদের ধন-সম্পদের উপর, আর আখিরাতে তাদের আমল ও কর্মের উপর!

[আ'লামুদ্দ্বীন, পৃষ্ঠা- ৩১৫]

আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আমাদের দুনিয়ায় পর্যাপ্ত উপকারী ও কল্যাণময় সম্পদের অধিকারী করুক এবং পরকালের জন্যও প্রয়োজনীয় সম্পদ তথা আমল ও পূণ্য করার তাওফিক দান করুক।

تبصرہ ارسال

You are replying to: .