হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের নামে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানার বিষয়ে জানানো আপত্তি প্রত্যাহার করা হবে বলে জানিয়েছে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টি।
শুক্রবার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মুখপাত্র সাংবাদিকদের এ তথ্য জানান। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
এ সিদ্ধান্তের মাধ্যমে স্টারমারের সরকার সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাকের পরিকল্পনা থেকে সরে এলো। সুনাক নেতানিয়াহুকে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা চ্যালেঞ্জ করবেন বলে ঘোষণা দিয়েছিলেন। তবে লেবার সরকার আপত্তি তুলে নিতে পারে তা একদিন আগেই জানা গিয়েছিল।
ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ নম্বর ডাউনিং স্ট্রিট গতকাল শুক্রবার জানায়, আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন। এ বিষয়ে ওই আদালতের এখতিয়ার নিয়ে যুক্তরাজ্যের সরকার কোনো চ্যালেঞ্জ জানাবে না।
নেতানিয়াহুর বিরুদ্ধে পরোয়ানা জারি করা উচিত কিনা, এ বিষয়ে যুক্তরাজ্যের বর্তমান সরকারের মতামত কি তা জানতে চাইলে মুখপাত্র সরাসরি উত্তর না দিয়ে বলেন, ‘এটা আদালতের বিষয়।’
যুক্তরাজ্য আপত্তি প্রত্যাহার করার অর্থ হলো, আইসিসি নেতানিয়াহুর বিরুদ্ধে যে কোন সময় গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে। এতে করে যদি নেতানিয়াহু অন্য কোনো দেশে যান, তাহলে তিনি গ্রেপ্তার হতে পারেন।
গাজায় বর্বরতা ও গণহত্যার দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানিয়েছিলেন আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খান। এছাড়া হামাসের তিন নেতার বিরুদ্ধেও যুদ্ধাপরাধের অভিযোগে পরোয়ানা জারির আবেদন করেন তিনি।