হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ২৯ জুলাই সকাল ১০টায় খুলনা আঞ্জুমান-এ পাঞ্জাতানীর উদ্যোগে ইসলামী শিক্ষা কেন্দ্রের আল কাউসার মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইসলামী শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহীম খলীল রাজাভীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়তুশ শারীফ জামে মসজিদের মাননীয় খতিব ও খুলনা ওলামা কেরাম-এর সভাপতি মাওলানা ইব্রাহীম ফাউজুল্লাহ।
বিশেষ অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মুফতি মাওলানা আব্দুর রাজ্জাক, সাবেক উপাধ্যক্ষ খুলনা আলিয়া কামিল মাদ্রাসা; মাওলানা আজিজুর রহমান সিদ্দিকী, অধ্যাপক আহসানউল্লাহ কলেজ, খুলনা; প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, তালিমুল মিল্লাত রহমাতিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এ এফ এম নাজমুল সাউদ। এছাড়া খুলনা শহরের আহলে সুন্নাত ওয়াল জামাতের ৫০ জন বিশিষ্ট ওলামা কেরাম আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি মাওলানা ইব্রাহীম ফাউজুল্লাহ তাঁর বক্তব্যে বলেন, পবিত্র আহলে বাইতকে অনুস্মরণ ও অনুকরণ করা আমাদের ঈমানী দায়িত্ব। পাশাপাশি তিনি শিয়া-সুন্নি ঐক্যবদ্ধভাবে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সারা বিশ্বের শিয়া-সুন্নি বিভেদ সৃষ্টি করে পবিত্র ইসলাম ধর্মকে দুর্বল করার পাশ্চাত্যের প্রচেষ্টা সম্পর্কে সচেষ্ট থেকে মাযহাবগত ঐক্য অটুট রাখার প্রতি সকল বক্তা গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তৃতায় হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন সৈয়দ ইব্রাহীম খলীল রাজাভী সকল সুন্নি ওলামা কেরামকে ধন্যবাদ জানান এবং আহলে বাইত (আ.) ও ইমাম হোসাইন (আ.) এর শাহাদাতের চেতনাকে উপলব্ধি করে ঐক্যের আহবান জানান।
এই মহতি দ্বীনি অনুষ্ঠান পরিচালনা করেন আঞ্জুমান-এ পাঞ্জাতানীর সাধারণ সম্পাদক জনাব মো. ইকবাল ও হাফেজ মাওলানা নুরুদ্দীন সাহেব।