হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, বর্তমানে ইসলামের সবচেয়ে উঁচু ঝাণ্ডা বহন করছে গাজা তথা ফিলিস্তিনের জনগণ।
ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া ও ইসলামী জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন নাখালা আজ (মঙ্গলবার) ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেয়ীর সঙ্গে সাক্ষাত করতে গেলে তিনি এ কথা বলেন।
আয়াতুল্লাহ খামেনেয়ী বলেন, গাজার জনগণের প্রতিরোধের কল্যাণে ইসলাম প্রচারের জন্য আরও বেশি উপযুক্ত ক্ষেত্র তৈরি হয়েছে।
সর্বোচ্চ নেতা বলেন, বর্তমানে বিশ্বব্যাপী ইসলাম ধর্মের প্রতি ক্রমবর্ধমান আগ্রহ গাজাবাসী তথা ফিলিস্তিনি জাতির প্রতিরোধের মাহাত্ম্যকেই তুলে ধরছে।
প্রতিরোধ সংগ্রামের সম্মান ও মর্যাদার মূল কারিগর গাজার জনগণ এবং পশ্চিম তীরের বাসিন্দারা বলে মন্তব্য করেন ইরানের শীর্ষ নেতা।
এ সময় ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামের দুই শীর্ষ নেতা গাজা তথা ফিলিস্তিনের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন এবং প্রতিরোধ সংগ্রামের বিষয়ে ইরানের নয়া প্রেসিডেন্টের ইতিবাচক অবস্থানের প্রশংসা করেন।