হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, গ্রীষ্মকালের প্রচন্ড গরমের একদিনে ইমাম বাকের আলাইহিস সালাম তার কৃষি জমিতে কাজে মশগুল ছিলেন! জনৈক ব্যক্তি ঐ পথ ধরে যাওয়ার সময় ইমামকে কাজে মশগুল দেখে নিজে নিজেই ভাবল- আশ্চর্য হই! গ্রীষ্মের এই প্রচন্ড গরম ও উত্তপ্ত আবহাওয়ায় ইমাম বাকের আলাইহিস সালামের মতো ব্যক্তি দুনিয়ার চিন্তায় মত্ত রয়েছেন? সে ইমামের কাছে গিয়ে জিজ্ঞেস করল, 'দুনিয়ার সম্পদ কী এতটাই গুরুত্বপূর্ণ যে এই বৈরী আবহাওয়ায়ও কাজ করছেন? যদি এটাই আপনার জীবনের শেষ মুহূর্ত হয়ে থাকে তবে নিজের (পরকালের) জন্য কী সংগ্রহ করেছেন?'
ইমাম বাকের আলাইহিস সালাম মুচকি হেসে বললেন, "যদি এই অবস্থায় মৃত্যুর ফেরেশতা আমার নিকটে আসেন, তবে সেটা হবে আমার জন্য পরম গর্বের বিষয়; কেননা আমি ইবাদত ও আল্লাহর আনুগত্যের মধ্যেই রয়েছি।"
লোকটি অবাক হয়ে জিজ্ঞেস করল, 'মানে, কাজও ইবাদত?'
আমাদের মহান ইমাম জবাব দিলেন, ''অবশ্যই। আল্লাহর আনুগত্য ও ইবাদত কেবল মসজিদে যাওয়া, নামাজ ও রোজা নয়; পরিবার-পরিজন ও নিজের জন্য হালাল রুটি-রুজির অন্বেষণ ও কাজ করাও ফযিলতপূর্ণ ইবাদত।"
লোকটি বেশ কিছুক্ষণ চিন্তা করল এবং ইমাম বাকের আলাইহিস সালামকে বলল, "হে রাসুলের সন্তান! আমি আপনার নিকট থেকে আজ মহা গুরুত্বপূর্ণ শিক্ষা পেয়েছি!"