হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, কোটা আন্দোলন নিয়ে চলমান পরিস্থিতির মধ্যে আজ শনিবার বেলা ১১টার দিকে পেশাজীবী সমন্বয় পরিষদের সঙ্গে বৈঠকে বসেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র এই বৈঠকের বিষয় নিশ্চিত করেছে বলে জানিয়েছে দৈনিক যুগান্তর।
ওই বৈঠকে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গণভবনের দরজা খোলা। কোটা আন্দোলনকারীদের সঙ্গে আমি বসতে চাই, তাদের কথা শুনতে চাই। আমি সংঘাত চাই না।
তিনি এমন এক পরিস্থিতিতে এই ঘোষণা দিলেন যখন কোটা আন্দোলন ঘিরে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর হাতে প্রায় দুই শতাধিক নিহত হয়েছে, আহত হয়েছে হাজার হাজার মানুষ এবং গ্রেফতার হয়েছে তিন হাজারেরও অধিক। এই হতাহত ও নির্মমতার বিরুদ্ধে একাত্ম হয়েছে পুরো বাংলাদেশের ছাত্রসমাজ ও সাধারণ জনগণ। একইসাথে অর্থনৈতিক চাপের পাশাপাশি বাড়ছে যথাযথ ভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের আন্তর্জাতিক চাপও।