۲۵ آذر ۱۴۰۳ |۱۳ جمادی‌الثانی ۱۴۴۶ | Dec 15, 2024
যুক্তরাজ্যে মুসলিম বিদ্বেষ ও বর্ণবাদবিরোধী বিক্ষোভের চিত্র
যুক্তরাজ্যে মুসলিম বিদ্বেষ ও বর্ণবাদবিরোধী বিক্ষোভের চিত্র

হাওজা / যুক্তরাজ্যের বিভিন্ন শহরে মসজিদ ও অভিবাসীদের সহায়তাকেন্দ্রে হামলা।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, যুক্তরাজ্যে ডানপন্থিদের সাম্প্রতিক সহিংসতার বিরোধিতা করে মুসলিম বিদ্বেষ ও বর্নবাদ বিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

গত ২৯ জুলাই তিন শিশু নিহত হওয়ার ঘটনার গুজবকে কেন্দ্র করে গত কয়েক দিন যুক্তরাজ্যের বিভিন্ন শহরে মসজিদ ও অভিবাসীদের সহায়তাকেন্দ্রে হামলা হয়। এর বিরোধিতা করে গতকাল সন্ধ্যায় বিপুলসংখ্যক বর্ণবাদ ও ফ্যাসিবাদবিরোধী বিক্ষোভকারী লন্ডন, বার্মিংহাম, ব্রিস্টল, লিভারপুল ও নিউক্যাসলের রাস্তায় বিক্ষোভ করেন।

ছুরি হামলায় শিশুদের নিহত হওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ায় যে হামলাকারী একজন মুসলিম অভিবাসনপ্রত্যাশী। পরে জানা যায়, সন্দেহভাজন হামলাকারী ১৭ বছরের কিশোর অ্যাক্সেল রুডাকুবানা। ওয়েলসে তার জন্ম। তার মা–বাবা রুয়ান্ডা থেকে এসেছেন।

ন্যাশনাল পুলিশ চিফস কাউন্সিল জানায়, দাঙ্গায় জড়িত থাকায় এ পর্যন্ত ৪২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গুজব ছড়িয়ে দেয়া ব্যক্তিদের ধরার চেষ্টা চলছে।

تبصرہ ارسال

You are replying to: .