۲۶ شهریور ۱۴۰۳ |۱۲ ربیع‌الاول ۱۴۴۶ | Sep 16, 2024
“কারবালা এমন এক পবিত্র স্থান যেখানে সর্বদা আল্লাহর রহমত বর্ষিত হয়”: সাক্ষাৎকার
কারবালার বাইনুল হারামাইনে জনাব মোহাম্মদ আব্দুল্লাহ হোসাইন

হাওজা / কারবালা এমন এক পবিত্র স্থান যেখানে সর্বদা আল্লাহর রহমত বর্ষিত হয়।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, আরবাইন হুসাইন সম্পর্কে হাওজা নিউজ বাংলাকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে মোহাম্মদ আব্দুল্লাহ হোসাইন। সাক্ষাৎকার গ্রহণ ও উপস্থাপনায়: রাসেল আহমেদ রিজভী।

পরিচয়পর্ব:
আমি মোহাম্মদ আব্দুল্লাহ হোসাইন, বাংলাদেশের সাতক্ষীরা জেলা থেকে প্রথম বারের মত কারবালা সফরে এসেছি। ইমাম হোসাইন (আ.)-এর‌ যিয়ারাত করতে পেরে আমি মহান আল্লাহর নিকট অশেষ শুকিরা আদায় করছি।

প্রশ্ন: এত যানবাহন থাকা সত্ত্বেও কেন এই সূর্যের তীব্র তাপ ও গরমের মধ্যে নাজাফ থেকে পায়ে হেঁটে কারবালায় এলেন? পায়ে হেঁটে কারবালায় আসার ফযিলত কি? কেন নিজেকে এই অসহনীয় কষ্টে ফেললেন?

জনাব মোহাম্মদ আব্দুল্লাহ হোসাইন: ইমাম হোসাইন (আ.)-এর যিয়ারাতের উদ্দেশ্য পায়ে হেঁটে আসার ফজিলত অনেক, কেননা ইমাম জাফর সাদিক (আ.) বলেছেন, “যে ব্যক্তি ইমাম হোসাইন (আ.)-এর যিয়ারাতের উদ্দেশ্য বাড়ি থেকে বের হবে তাঁর প্রতিটি কদমে কদমে সওয়াব লেখা হবে, এমনকি তাঁর গোনাহসমূহকে মুছে ফেলা হবে; এজন্য আমরা ইমাম হোসাইন (আ.) এর যিয়ারাতের উদ্দেশ্য নাজাফ থেকে কারবালা পায়ে হেঁটে আসি আর ইমাম হোসাইন (আ.)-এর ভালোবাসার কাছে এই তীব্র সূর্যের তাপ আমাদের কাছে কষ্টের অনুভূতি হয় না কেননা আমরা সব সময় ইমাম হোসাইন (আ.) এবং কারবালার সেই দুঃসহ ও বেদনাবিধুর ঘটনার কথা স্মরণ করি। সুতরাং বাহ্যিকভাবে তীব্র গরম হলেও ইমাম হোসাইন (আ.)-এর সেই দিনগুলোর কথা স্মরণ করে তা আমরা অনুভব করি না। কোটি কোটি মানুষের সমাগম অথচ কারোর কোনো কিছু নিয়ে অভিযোগ নাই কেননা কারবালা এমন এক পবিত্র স্থান যেখানে সর্বদা আল্লাহর রহমত বর্ষিত হয়।

প্রশ্ন: আমাদের লক্ষ্যই যদি যিয়ারত হয়, তাহলে আমরা কেন ৩ দিন হেঁটে সময় কাটিয়ে ইমাম হোসাইন (আ.)-এর আরও বেশি সময় ধরে যিয়ারত করা থেকে বঞ্চিত হব?

জনাব হোসাইন: পায়ে হেঁটে আসাও যিয়ারাতের একটা অংশ। পায়ে হেঁটে আসার মাধ্যমে আমাদের মধ্যে একটা প্রশান্তি অনুভূত হয় এবং সেই সাথে আমরা কারবালা কে স্মরণ করতে পারি। এজন্য আমরা পায়ে হেঁটে আসি। এছাড়া হাদিসের পায়ে হেঁটে আসার ফজিলতের কথা বলা হয়েছে। আর ইমাম হোসাইন আঃ কে মন থেকে একবার যিয়ারাত‌ করতে পারলে সেটাই আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ।

প্রশ্ন: এই সফরে এসে আপনার অনূভুতি কী?

জনাব হোসাইন: এই সফরে এসে আমি যেমন আনন্দিত ঠিক তেমনিভাবে বিষন্ন বটে; কেননা এই সফরে আসাটা সৌভাগ্যর ব্যাপার, এখানে এসে ইমামদের যিয়ারাত করতে পেরেছি ঠিক যখন এই গরমে বার বার পানি পান করছি তখন এইটা অনুভব করছি যে, এই উত্তপ্ত গরমে তিন পানি না‌ পান করে ইমামের কাফেলা কিভাবে দিন কাটিয়েছিলেন আর কারণে যেমন আনন্দিত ঠিক তেমনিভাবে বিষন্নও। আল্লাহর সুবহানাহু ওয়াতাআ'লার নিকট প্রার্থনা করি যেন তিঁনি বারংবার আমাদের এই আধ্যাত্মিক সফরে আসার তাওফিক দান করেন এবং আমাদের হোসাইনি আদর্শের মুসলমান হিসেবে কবুল করেন!

تبصرہ ارسال

You are replying to: .