হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশের খুলনায় প্রথমবারের মতো শিয়া ও সুন্নি সম্প্রদায় একত্রে পবিত্র ঈদে মিলাদুন্নাবী (সা.) এবং ঐক্য সপ্তাহ পালন করেছে। এ উপলক্ষে একটি বিশাল আনন্দ মিছিল আয়োজন করা হয়, যা যৌথভাবে আয়োজন করেন সম্মিলিত ওলামায়ে কেরাম, খুলনা এবং আঞ্জুমান-এ-পাঞ্জাতানী। মিছিলে নেতৃত্ব দেন বিশিষ্ট ইসলামিক ব্যক্তিত্ব মওলানা ইব্রাহিম ফায়জুল্লাহ এবং খুলনা ইসলামি শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম মওলানা সৈয়দ ইব্রাহিম খলিল রাজাভি।
মিছিলটি খুলনার রয়েল মোড় থেকে শুরু হয়ে ডাক বাংলা মোড়ে এসে শেষ হয়। মিছিল শেষে বিশেষ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা মুসলিম উম্মাহর ঐক্য ও ভ্রাতৃত্বের গুরুত্ব তুলে ধরেন এবং সবাইকে হযরত মুহাম্মদ (সা.) এর আদর্শ অনুসরণের আহ্বান জানান। মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টির জন্য নানা ষড়যন্ত্র চলছে, সেসব থেকে সতর্ক থাকার প্রয়োজনীয়তা উল্লেখ করে বক্তারা বলেন, একমাত্র ঐক্যের মাধ্যমেই এই ষড়যন্ত্র প্রতিহত করা সম্ভব।
এই আনন্দ মিছিল ও আলোচনা সভার মূল বার্তা ছিল মুসলিম উম্মাহর মধ্যে ঐক্য স্থাপন এবং শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে পারস্পরিক সহমর্মিতা ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করা।