হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, নিম্নলিখিত রেওয়ায়েতটি "গেরারুল-হিকাম" বই থেকে উদ্ধৃত হয়েছে।
হাদীসটি নিম্নরূপ:
আমীরুল মুমিনীন (আ.) বলেছেন:
مَن تَلَذَّذَ بِمَعاصي اللّه أورَثَهُ اللّه ُذُلاًّ
যে ব্যক্তি আল্লাহর গুনাহ করার পর আনন্দ করবে, আল্লাহ তাকে অপমানিত করবেন।
(গেরারুল-হিকাম, হা .৮৮২৩)