হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, আহলে বাইত (আ.) কর্তৃক নির্দেশিত ’দ্বীনি তাবলীগ পদ্ধতি’
ইমাম জাফর সাদিক (আ.) বলেন,
كونوا دُعاةً لِلنّاسِ بِغيرِ ألسِنَتِكُم؛ لِيَرَوا مِنكُمُ الوَرَعَ وَالاجتِهادَ وَالصَّلاةَ وَالخَيرَ، فَإِنَّ ذلِكَ داعِيَةٌ.
মানুষকে তোমাদের জিহ্বা/জবান ব্যতিত ভিন্ন কিছু দিয়ে (উত্তম আচরণ ও কাজ, আমল দিয়ে দ্বীনের দিকে) আহ্বান করো; তারা যেন তোমাদের মাঝে তাকওয়া ও ধার্মিকতা, ক্লান্তিহীন প্রচেষ্টা, নামাজ ও উত্তম আচরণ তথা কল্যাণ দেখতে পায়। নিশ্চয়ই এটিই হচ্ছে ধর্মীয় আহ্বানের (দাওয়াতের) সবচেয়ে ভালো পদ্বতি।
[উসুলে কাফী, খন্ড- ২, পৃষ্ঠা- ৭৮, হাদীস- ১৪]