হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, নিয়ামতের শুকরিয়া আদায় করলে তা বৃদ্ধি পায়। ইসলামে কোনো কোনো নিয়ামত প্রাপ্তির খবর যেমন হিংসা ও শত্রুতা করতে পারে এমন কাউকে জানানোর ক্ষেত্রে নিষেধ করা হয়েছে, তেমনি আবার কোনো কোনো খবর প্রকাশের তাগিদ দেয়া হয়েছে!
ইমাম মুহাম্মাদ বাকির (আ.) বলেন,
إنّي لَأكرَهُ لِلرّجُلِ أن يَكونَ علَيهِ نِعمَهٌ مِن اللّه فلا يُظهِرُها.
আমি এটা পছন্দ করি না যে কেউ আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার নিকট থেকে নিয়ামত পায় কিন্তু তা প্রকাশ করে না (অর্থাৎ প্রকাশ্য শুকরিয়া আদায় করে না)।
[উসুলে কাফি, খন্ড- ৬, পৃষ্ঠা- ৪৩৯, হাদীস- 9]